শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

পশ্চিমবঙ্গে একদিনে সুস্থ সাড়ে ৪ হাজার, মোট আক্রান্ত ৪ লাখ ২০ হাজার ছাড়াল

গতকালও পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্তের থেকে বেশি হয়েছিল দৈনিক সুস্থতার সংখ্যা। সেই সংখ্যা আরও বাড়ল। একদিনে সুস্থ হয়ে উঠেছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ। দৈনিক আক্রান্তের সংখ্যা চার হাজারের নীচেই রয়েছে। আর তারফলেই কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। বাংলায় এই মুহূর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩২ হাজারে নেমে এসেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩৮৫৬। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৮৪০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থও হয়ে উঠেছেন ৪৪৫৩ জন। তার ফলে বাংলায় এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৮১ হাজার ১৪৯ জন। রাজ্যে সুস্থতার হার ৯০.৫৭ শতাংশ। অর্থাত্‍ এই মুহূর্তে রাজ্যে মোট ৩২ হাজার ১৮৫ জন অ্যাকটিভ রোগী রয়েছেন। বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় ৫৪ জন মারা গিয়েছেন। এর ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে হয়েছে ৭৫০৬ জন। তার মধ্যে ৬২৮৫ জন অর্থাত্‍ ৮৩.৭ শতাংশ রোগীর মধ্যে কোমর্বিডিটির সমস্যা ছিল। এদিন সন্ধ্যায় স্বাস্থ্যভবন যে বুলেটিন দিয়েছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে কলকাতায়। এই জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬৭ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন সংক্রামিতের সংখ্যা ৮৫৯ জন। অর্থাত্‍ দুই জেলা মিলিয়ে একদিনে মোট আক্রান্তের সংখ্যা ১৭২৬ জন। কলকাতায় এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৯১ হাজার ৬৩৬ জন। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় মোট সংক্রামিত হয়েছেন ৮৬ হাজার ৩৮৪ জন। তবে উত্তর ২৪ পরগনা ও কলকাতা দুই জেলা মিলিয়ে একদিনে সুস্থও হয়েছেন ১৭২৬ জন। কলকাতায় একদিনে সুস্থ হয়েছেন ৮৮৫ জন এবং উত্তর ২৪ পরগনায় ৮৪১ জন। গত ২৪ ঘণ্টায় সব জেলাতেই সংক্রমণ ছড়িয়েছে। পাহাড় থেকে জঙ্গলমহল কোনও জেলাই বাদ নেই। করোনায় মৃতের সংখ্যা কলকাতায় সবথেকে বেশি। এই জেলায় ১৭ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১১ জনের। এছাড়া হুগলি ও পশ্চিম মেদিনীপুরে ৪ জন এবং দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় ৩ জনের মৃত্যু হয়েছে। তবে রাজ্যের ৮ জেলায় একদিনে করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে স্যাম্পল টেস্ট হয়েছে ৪৪ হাজার ৩৬৫ টি। এখনও পর্যন্ত মোট স্যাম্পল টেস্ট হয়েছে ৫০ লাখ ৯১ হাজার ৭০০ টি। রাজ্যে করোনা আক্রান্তের পজিটিভিটি রেট ৮.২৭ শতাংশ। দ্য ওয়াল ব্যুরো

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *