শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

মেয়রাল সিস্টেম নিয়ে রেফারেন্ডামকে সামনে রেখে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক মেয়র লুৎফুর রহমানের ইয়েস ফর মেয়র লিফলেট বিতরণ

জয়নুল আবেদীন: গত ৯ই নভেম্বর সোমবার টাওয়ার হ্যামলেটস বারায় দ্বিতীয় দফায় মেয়রাল সিস্টেম নিয়ে রেফারেন্ডামের পক্ষে লেবারগ্রুপের সিদ্ধান্তের পর বারার সাবেক মেয়র লুৎফুর রহমানের ছবিসহ ইয়েস ফর মেয়র লিফলেট বিতরণ করা হয়েছে।

বর্তমান মেয়র জন বিগস নিজে আগ্রহী হয়ে মেয়রাল না লিডারশীপ সিস্টেম, এ দুটির মধ্যে একটি পুনরায় বাছাই করার জন্যে রেফারেন্ডামের প্রস্তাব করেছেন। গত সোমবার স্থানীয় লেবার গ্রুপ মেয়রের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। প্রস্তাবটি এখন কেবিনেটে উত্থাপিত হবে। কেবিনেটে পাশ হলে আগামী ৬ মে অনুষ্ঠিত হবে রেফারেন্ডাম।

তবে দ্বিতীয় দফায় রেফারেন্ডামেও মেয়রাল সিস্টেমই পাশ করবে বলে মনে করা হচ্ছে। বারায় এখনো প্রতি ৫ জনের মধ্যে ৪ জনই মেয়রাল সিস্টেমের পক্ষে কথা বলছেন। সাধারণ মানুষের ধারণা, মেয়র যেই হোন, যে পার্টিরই হোন, তাকে সরাসরি পয়েন্ট আউট করে কথা বলা যায়, দাবী উত্থাপন করা যায়। লিডারশীপ সিস্টেমে সাধারণ মানুষ পাত্তাই পায় না। তাই বারার প্রায় ৯০ শতাংশ মানুষ সরাসরি ভোটে নির্বাচিত মেয়রের পক্ষে বলেই অনুমান করা যায়। আর মেয়রাল সিস্টেম পাশ হলে লেবার পার্টি থেকেও বাঙালি প্রার্থী বা মেয়র হওয়ার সম্ভাবনা রয়েছে। বাঙালি অধ্যুষিত বারায় বাঙালি এমপি হতে পারলে, বাঙালি মেয়র হতে সমস্যা থাকার কথা নয়। তবে বাঙালি মেয়রে বারার সাধারণ মানুষের চাইতে লেবার পাটিরই সমস্যা বেশি বলে মনে হচ্ছে। একই ইস্যুতে দ্বিতীয় দফায় রেফারেন্ডাম প্রদানে অন্তত তাই মনে হচ্ছে।

২০১০ সালের মে মাসে রেফারেন্ডামে বারায় মেয়রাল সিস্টেমের পক্ষে জনগণ ভোট দেওয়ার পর একই বছরের ২১শে অক্টোবর বারার প্রথম সরাসরি ভোটে মেয়র নির্বাচিত হয়েছিলেন লুৎফুর রহমান। এরপর ২০১৪ সালের নির্বাচনেও লেবার প্রার্থী জন বিগসকে পরাজিত করেছিলেন লুৎফুর রহমান। বারায় দ্বিতীয় দফায় মেয়রাল সিস্টেম নিয়ে রেফারেন্ডাম আহ্বান লুৎফুর রহমানকে আটকানোর কৌশল বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৫ সালে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক মেয়র লুৎফুর রহমান ইলেকশন কোর্টের রায়ে টাউন হল ছেড়েছিলেন এবং নির্বাচন থেকে ৫ বছরের জন্যে নিষিদ্ধ হয়েছিলেন। তবে লুৎফুর রহমানের বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ খুঁজে পায়নি পুলিশ। বর্তমানে তিনি ৫ বছরের নির্বাচনী নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২২ সালের মেয়র নির্বাচনে অংশ নিবেন বলে জানা যাচ্ছে। সেই লক্ষেই মেয়রাল সিস্টেম নিয়ে রেফারেন্ডামকে সামনে রেখে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক মেয়র লুৎফুর রহমানের ইয়েস ফর মেয়র লিফলেট বিতরণ শুরু করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *