কক্সবাজারের শরণার্থী শিবিরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯ জন রোহিঙ্গা নাগরিক মারা গেছেন। আর করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩৬ জন।
আজ বুধবার জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে ইউএনএইচসিআর জানায়, কক্সবাজার জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৭১ জনের মধ্যে রোহিঙ্গা নাগরিক ৯ জন। বুধবার পর্যন্ত এ জেলায় মোট ৫ হাজার ১৫০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে শনাক্ত হয়েছে ৩৩৬ জন রোহিঙ্গা নাগরিক।
গত অক্টোবর মাসে প্রতিদিন গড়ে ১০০ জন রোহিঙ্গার করোনা টেস্ট করা হয়েছে বলে জানায় ইউএনএইচসিআর। এই মাসে করোনাসংক্রমণ শনাক্ত হয়েছে ৫৫ জন রোহিঙ্গার দেহে।