শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

শ্যাডওয়েলে পূর্ব লন্ডনের সুপরিচিত চ্যারিটি সংস্থা ইস্ট হ্যান্ডসের করোনাকালীন ফুড ব্যাংক

পূর্ব লন্ডনের সুপরিচিত চ্যারিটি সংস্থা ইস্ট হ্যান্ডস কোভিড-১৯ এ আক্রান্তদের সহায়তা করার জন্য পূর্ব লন্ডনের শ্যাডওয়েলে চালু করেছে ইস্ট হ্যান্ডস ফুড ব্যাংক। সেন্টার শ্যাডওয়েল জামে মসজিদের উল্টাপাশে ওয়াটনি এক্সপ্রেসে এই ফুড ব্যাংক চালু করা হয়েছে।

কোভিড-১৯ শুরু হওয়ার পর থেকে ইস্ট হ্যান্ডস বাংলাদেশি মেধাবী ছাত্র রক্তিম করকে আর্থিক ও খাদ্য সহায়তা দেয়। এছাড়া বাংলাদেশ ও আফ্রিকাতে ৫ শতাধিক পরিবারের প্রায় ৪ হাজার মানুষকে ১ মাসের খাবারের ব্যবস্থা করে।

এ প্রসঙ্গে ইস্ট হ্যান্ডসের চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, কোভিড-১৯ এর দ্বিতীয় ধাক্কা শুরুর আগে আমরা বিভিন্ন কমিউনিটির সাথে সচেতনতামূলক কর্মসূচি করেছি। তারই ধারাবাহিকতায় এই ফুড ব্যাংক শুরু হয়েছে। ইতিমধ্যে প্রচুর মানুষ সহায়তা পেয়েছেন।

ফুড ব্যাংকের দায়িত্বে থাকা ইস্ট হ্যান্ডসের ট্রাষ্টি ইমরান আহমেদ বলেন, যে কেউ এই ফুড ব্যাংকে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুকনো, টিনজাত খাবার দিতে পারবেন।

এছাড়া ইস্ট হ্যান্ডস ফুড ব্যাংকে যারা ডোনেশন করতে চান তারা 07960549796 এবং 07940934130 এই নাম্বার দু‘টোতে যোগাযোগ করতে পারেন। খবর বিজ্ঞপ্তি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *