শাহরুখ যখনও বলিউডে পা রাখেননি, তখন থেকেই নাকি কিং খানের সঙ্গে তার পরিচিতি। একথা বহুবার বিভিন্ন প্রসঙ্গে জানিয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। শাহরুখ ও অনুরাগের পরিচিতি সেই কলেজে পড়াকালীন সময় থেকেই। সম্প্রতি, এক সাক্ষাৎকারে পুরনো কলেজের দিনের বিভিন্ন প্রসঙ্গই উঠে এসেছে অনুরাগ কাশ্যপের কথায়।
অনুরাগের কথায়, আমরা দুজনেই দিল্লির হংসরাজ কলেজে পড়তাম। সেই সূত্র ধরেই একদিন খুব খিদে পাওয়ায় ওর বাড়িতে ঢুকে পড়ি। আমার মনে আছে ও আমায় ওমলেট বানিয়ে খাইয়েছিল। তখন শাহরুখ শুধু ওমলেট বানাতেই জানতো।
পরবর্তীকালে তিনি মান্নতেও বেশ কয়েকবার গিয়েছেন, সেখানেও শাহরুখ তাঁকে খাইয়েছেন বলে জানিয়েছেন অনুরাগ।
অনুরাগ আরো বলেন, শাহরুখ আমার থেকে সিনিয়র ছিল, ও সব সময় বড় ভাইয়ের মতো আমায় সাহায্য করে এসেছে। শাহরুখ তাঁর ক্য়ারিয়ারে ভীষণভাবেই সফল, ও আমার স্ট্রাগলিংয়ের দিন গুলোতেও ভীষণভাবে সাহায্য করেছে। ও বলেছিল, ও যেভাবে বলছে, সেভাবে চললে আমি সফল হব। তবে আমিই চাইনি ও আমার ক্য়ারিয়ার তৈরি করে দিক। তবে আমি মৃত্যুর দিন পর্যন্ত ওকে ভালবেসে যাব। এইচকে