শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

বরাকে ছাত্র সংগঠন আকসা-র নেতৃত্বে বিকল্প রাজনৈতিক দলের নাম ঘোষণা ২৮ নভেম্বর

বিশু / সমীপ, শিলচর (অসম): বরাকের আর্থ-সামাজিক ও সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে ছাত্র সংগঠন আকসা-র নেতৃত্বে বিকল্প রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হবে আগামীকাল ২৮ নভেম্বর। অসম সরকার বিভিন্ন বিভাগে চাকরির ক্ষেত্রে বরাকের যুবক যুবতীদের বঞ্চনা ও লাঞ্ছনা করছে। বরাক উপত্যকার তিন জেলার উন্নয়ন ও জনকল্যাণমুখী প্রকল্প সমূহ বাস্তবায়নের ক্ষেত্রে চরম বৈষম্যমূলক আচরণ করছে সরকার। মূলত বরাকবাসীর সঙ্গে সরকারের বিমাতৃসুলভ আচরণ করছে সরকার। তাই সর্বক্ষেত্রে চরম বঞ্চনা ও লাঞ্ছনার জনগণ পরিস্থিতির পর্যালোচনা করেই বিকল্প রাজনৈতিক দল গঠনে বাধ্য হচ্ছেন বলে জানান ‘সারা কাছাড় হাইলাকান্দি করিমগঞ্জ ছাত্র সংস্থা (আকসা)-র প্রতিষ্ঠাতা সভাপতি তথা গৌহাটি হাইকোর্টের আইনজীবী প্রদীপ দত্তরায়।

প্রদীপ জানান, আগামীকাল ২৮ নভেম্বর শিলচর মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার কার্যালয়ে বেলা ১১টায় এক সভার মাধ্যমে নতুন দলের নাম আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। তাই গুরুত্বপূর্ণ এই সভায় আকসা-র প্রাক্তন সদস্য ও পদাধিকারী তথা বরাকের সার্বিক স্বার্থের তাগিদে তাঁদের সঙ্গে যোগাযোগকারী সমাজহিতৈষী ব্যক্তিদের সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন প্রদীপ দত্তরায়।

প্রস্তাবিত সভায় নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা নিয়ে বিশেষ আলোচনা করার পর সর্বসম্মতিক্রমে যথার্থ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। রাজনৈতিক দল গঠন করার পক্ষে সহমত হওয়ার পরই দল গঠন ও তার নাম ঘোষণা করা হবে বলে জানান প্রদীপ দত্তরায়। তিনি বলেন, এ ব্যাপারে প্রত্যেক শ্রেণির মানুষের গঠনমূলক সুপরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই সকলের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সভায় সকলের মতামত পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *