শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

আক্রান্ত আরও ৩৪৫৯, তবে সুস্থতার সংখ্যা বেশি

কলকাতা: রাজ্যে ফের একদিনে ৫২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত আরও ৩৪৫৯ জন। তবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি।

শনিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনে আক্রান্ত ৩,৪৫৯ জন। শুক্রবার ছিল ৩,৪৮৯ জন। তুলনামূলক সামান্য কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্ত ৪ লক্ষ ৭৭ হাজার ৪৪৬ জন।

গত ২৪ ঘন্টায় বাংলায় ৫২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার এই সংখ্যাটা ছিল ৪৬ জনে। ফলে দৈনিক মৃতের সংখ্যাটা ফের বাড়ল। তবে সব মিলিয়ে মোট মৃতের সংখ্যা ৮,৩২২ জন।

মৃত ৫২ জনের মধ্যে কলকাতার ১৪ জন। আর উত্তর ২৪ পরগণায়ও ৯ জন। দক্ষিণ ২৪ পরগণায় ৭ জন। হাওড়ার ২ জন। হুগলি ৫ জন। পূর্ব মেদিনীপুর ১ জন। পশ্চিম মেদিনীপুর ১ জন। ঝাড়গ্রাম ১ জন। বাঁকুড়া ১ জন। বীরভূম ১ জন। নদিয়া ২ জন। উত্তর দিনাজপুর ১ জন। জলপাইগুড়ি ২ জন। কালিম্পং ১ জন। দার্জিলিং ২ জন। কোচবিহার ১ জন। আলিপুরদুয়ার ১ জন।

রাজ্যে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩,৪৮৭ জন। শুক্রবার ছিল ৩,৪৯৬ জন। তুলনামূলক কম। তবুও বাংলায় এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৪৪ হাজার ৫৮৭ জন। সুস্থতার হার বেড়ে ৯৩.১২ শতাংশ।

অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে ২৫ হাজারের নিচে। তথ্য অনুযায়ী,২৪ হাজার ৫৩৭ জন। শুক্রবার ছিল ২৪ হাজার ৬১৭ জন। তুলনামূলক ৮০ জন কম।

এই পর্যন্ত বাংলায় করোনা নমুনা টেস্ট হয়েছে প্রায় ৫৮ লক্ষ। তথ্য অনুযায়ী ৫৭ লক্ষ ৮৯ হাজার ৫৪৭ টি। ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৬৪,৩২৮ জন। গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ৪৫ হাজার ১৮৩ টি।

এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৯৫ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে। আরও ১ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে।

বর্তমানে ১০২ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে। এর মধ্যে সরকারি ৪৫ টি হাসপাতাল ও ৫৭ টি বেসরকারি হাসপাতাল রয়েছে। হাসপাতালগুলিতে মোট কোভিড বেড রয়েছে ১৩,৫৩৮ টি। আইসিইউ শয্যা রয়েছে ১,৮০৯টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ১০৯০টি।

স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বস্ত্র ব্যবসাকে অন্যমাত্রা দিয়েছেন।’প্রশ্ন অনেকে’-এ মুখোমুখি দশভূজা স্বর্ণালী কাঞ্জিলাল।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *