শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

বুধবার কলকাতায় করোনার টিকার উদ্বোধন করবেন রাজ্যপাল, প্রথম টিকা নেবেন ফিরহাদ হাকিম

অশোক / কাকলি, কলকাতা: বুধবার কলকাতায় করোনা টিকার পরীক্ষার উদ্বোধন করবেন রাজ্যপাল জগদীপ ধনকর। আইসিএমআর-নাইসেড ভবনে কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের এই পরীক্ষা শুরু হবে।

সূত্রের খবর, বুধবার বেলা ১১টায় বেলেঘাটায় সুরেশ চন্দ্র ব্যানার্জী রোডে আইডি হাসপাতাল চত্বরে সংশ্লিষ্ট ভবনে হবে এই অনুষ্ঠান। রাজ্যপাল থাকবেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে। বিশেষ অতিথি হিসাবে থাকবেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজের অধ্যক্ষ স্বামী শাস্ত্রজ্ঞানন্দ। ভবনের একতলায় পরীক্ষাকক্ষের ফিতে কাটার পর তাঁরা চলে যাবেন পাঁচ তলায় আলোচনাকক্ষে। সেখানে আনুষ্ঠানিক উদ্বোধনে প্রকল্পের গুরুত্ব সম্পর্কে বলবেন আইসিএমআর-নাইসেড এর অধিকর্তা। উল্লেখিত দুই অতিথির ভাষণের পর পর্দায় দেখানো হবে নাইসেড-এর গবেষণার নানা আলেখ্য।

বিকেল চারটেয় নাইসেডে করোনা টিকা নেবেন এ শহরের প্রথম নাগরিক ফিরহাদ হাকিম। গোটা দেশে ২৫ হাজারেরও বেশি মানুষের উপর টিকা প্রয়োগ করা হবে। যার মধ্যে থাকবেন পশ্চিমবঙ্গের এক হাজার জন। বুধবার তারই সূচনা হবে।

দেশের যে ২৮টি সংস্থা ভ্যাকসিনের ট্রায়ালের দায়িত্ব পেয়েছে, তার মধ্যে অন্যতম নাইসেড। দিন কয়েক আগেই নাইসেডের তরফে জানা গিয়েছিল, ডিসেম্বরেই কোভ্যাক্সিনের তৃতীয় দফার পরীক্ষা শুরু হবে। শেষ ধাপের পরীক্ষার অঙ্গ হিসেবে ইতিমধ্যেই কলকাতায় এসেছে কোভ্যাক্সিনের ১ হাজার টিকা। আর সেই টিকার পরীক্ষামূলক প্রয়োগ হবে তাঁর উপর।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *