শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

কোভ্যাকসিনের ট্রায়াল শুরু কলকাতায়, উদ্বোধনে রাজ্যপাল জগদীপ ধানখড়

কলকাতা: বেলেঘাটা ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এনটেরিক ডিজিসেস বা নাইসেডে (NICED)-এ শুরু হল কোভিড-টিকা কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধানখড়।

ইতিমধ্যেই হায়দরাবাদ থেকে কলকাতায় এসে পৌঁছেছে ভারত বায়োটেকের তৈরি সম্ভাব্য কোভিড-টিকা ‘কোভ্যাকসিন’। নাইসেড-এ এই ভ্য়াকসিনের তৃতীয় তথা চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল হচ্ছে। এ দিন আনুষ্ঠানিক ভাবে ট্রায়াল শুরু হলেও গতকালই নাইসেড-এ একজনকে টিকা দেওয়া হয়। প্রথম টিকা পেয়েছেন বিপ্লব যশ নামে এক ব্যক্তি। বুধবার বিকেলে টিকা নেওয়ার কথা রয়েছে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের।

জানা গিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্যশিক্ষা অধিকর্তাকে। তবে রাজ্যপালের অনুষ্ঠানের সময় রাজ্যের স্বাস্থ্য দফতরের কোনো প্রতিনিধি নাইসেড-এ ছিলেন বলে জানা গিয়েছে। অনুষ্ঠানে রাজ্য সরকারের স্বাস্থ্যনীতির সমালোচনা করেন রাজ্যপাল।

নাইসেডের অধিকর্ত্রী শান্তা দত্ত ইতিমধ্যেই জানিয়েছেন, নাইসেডে এক হাজার জনের উপর এই ট্রায়াল চলবে। একটি দলকে দেওয়া হবে ভ্যাকসিনের ডোজ, অন্য দলটিকে টিকার পরিবর্তে দেওয়া হবে অন্য কিছু। দু’টি দলের উপরেই পর্যবেক্ষণ চলবে। সেখান থেকেই খতিয়ে দেখা হবে ফলাফলগুলি।

ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে তৃতীয় পর্যায়ের এই ট্রায়ালে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের নামের তালিকা। প্রত্যেকের বয়সই ১৮ বছরের বেশি। তাঁদের বাড়ি নাইসেড থেকে ১০ কিমির মধ্যে। প্রত্যেককে ভ্যাকসিনের দু’টি ডোজ দেওয়ার পাশাপাশি তাঁদের উপর পর্যবেক্ষণ চালাবেন চিকিত্‍সকেরা।

প্রসঙ্গত, ভারত বায়োটেকের তৈরি কোভিড-১৯ টিকা কোভ্যাক্সিনের গুরুত্বপূর্ণ তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে দেশ জুড়ে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ-এর (ICMR) সহযোগিতায় এই টিকা তৈরি করছে ভারত বায়োটেক। সারা দেশে মোট ২৫ হাজার ৮০০ জনকে এই টিকা দেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *