শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

শিলিগুড়ি-ঢাকা রেলপথে সংযুক্ত হবে ২৬ শে মার্চ

আগামী ২০২১ সালের ২৬ মার্চ ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত নতুন যাত্রীবাহী ট্রেন চালানো হবে। সোমবার এমনটাই জানালেন বাংলাদেশের রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

সোমবার ঢাকায় তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দুরাইস্বামীর সফরকালে তিনি এই মন্তব্য করেন।

১ ডিসেম্বর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিলাহাটি (বাংলাদেশ) এবং হলদিবাড়ি (ভারত) মধ্যে নতুন রেল যোগাযোগের উদ্বোধন করবেন। রেলমন্ত্রী ও ভারতীয় হাই কমিশনারের মধ্যেও এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল।

উদ্বোধন উপলক্ষে চিলাহাটি থেকে একটি ফাঁকা ওয়াগন হলদিবাড়ী যাবে বলে জানিয়েছেন বাংলাদেশের রেলমন্ত্রী। পরে এই রুটে মালবাহী ট্রেন চলাচল করবে। নতুন ঢাকা-শিলিগুড়ি ট্রেন চালানোর পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য হাই কমিশনারকে অনুরোধ করেছিলেন রেলমন্ত্রী।

আলোচনার সময়, বাংলাদেশে এলওসি এর আওতায় চলমান ভারতীয় অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহ এবং ভবিষ্যতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়েছিল। বিশেষত খুলনা-মংলা রেলপথ, ঈশ্বরদীতে আইসিডি নির্মাণ, বগুড়া-সিরাজগঞ্জ থেকে নতুন রেলপথ নির্মাণ, যশোর থেকে সাতক্ষীরা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ, সৈয়দপুরে একটি আধুনিক কারখানা স্থাপন ইত্যাদি আলোচনায় উঠে এসেছিল।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *