নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর নিয়ে রাষ্ট্রপুঞ্জের বিবৃতির তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর সংক্রান্ত যাবতীয় তথ্যই বাংলাদেশে সরকারের তরফে রাষ্ট্রপুঞ্জকে দেওয়া হয়েছে বলে বিদেশমন্ত্রী জানান। একই সঙ্গে তাদের এই প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকারও আহ্বান জানানো হয়েছে। কিন্তু ভাসানচর পরিদর্শনের জন্য রাষ্ট্রপুঞ্জ কোনো প্রস্তাব দেয়নি বলেও সোমবার সাংবাদিকদের জানান ড. মোমেন।
ড. মোমেন বলেন, রাষ্ট্রপুঞ্জের সংশ্লিষ্টরা ইচ্ছে করলে যে কোনো সময় ভাসানচর পরিদর্শন করতে পারে। সেই প্রস্তুতি সরকারের রয়েছে। কক্সবাজার থেকে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের কথা জানিয়েছেন ড. মোমেন। পর্যায়ক্রমে তাদের স্থানান্তর করা প্রক্রিয়াধীন। স্বেচ্ছায় যাঁরা যেতে চাইবেন, শুধু তাঁদেরই সেখানে নিয়ে যাওয়া হবে। অস্থায়ী ভাবেই রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে বলে ড. মোমেন জানান।
ড. মোমেন বলেন, এখনও বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে নিজ দেশে ফেরত পাঠানোই বাংলাদেশ সরকারে মূল লক্ষ্য। নতুন সরকার গঠনের পর প্রত্যাবাসন ইস্যুতে মায়ানামরের সঙ্গে আরেক দফা আলোচনা শুরু করবে বাংলাদেশ।
সোমবার বিদেশমন্ত্রী ড. আবদুল মোমেন আরও বলেন, রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে প্রত্যাবাসন কূটনীতিতে প্রভাব পড়বে না। রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবাসন নিশ্চিত করতে মায়ানমার কী ধরনের পদক্ষেপ করেছে, সে বিষয়ে রাষ্ট্রপুঞ্জকে আরও উদ্যোগী ভূমিকা নিতে পরামর্শ দিয়েছেন ড. এ কে আবদুল মোমেন।