শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

অসমে মর্মান্তিক সড়ক দুৰ্ঘটনা, বোকাজানে হত একই পরিবারের চার, আহত দুই

সমীপ / অরবিন্দ, বোকাজান (অসম): কারবি আংলং জেলার বোকাজান মহকুমার বাঘজানে সোমবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন মৃত্যুবরণ করেছেন। এছাড়া একই দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন।

জানা গেছে, নাগাল্যান্ডের লালুং এলাকার বাসিন্দা ওই পরিবারের সদস্যরা একটি টাটা সুমোয় করে ডিমাপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কিন্তু মাঝপথে বোকাজান মহকুমার বাঘজানে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী টাটা সুমোর। প্রচণ্ড সংঘর্ষে এই পরিবারের চারজন ঘটনাস্থলে মৃত্যবরণ করেন। আহত হয়েছেন দুজন।

খবর পেয়ে ছুটে যায় পুলিশ। তাঁরা স্থানীয়দের সহযোগিতায় গাড়ির ভিতর থেকে সবাইকে উদ্ধার করেন। একটি অ্যাম্বুলেন্সে করে আহতদের বোকাজানে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুৰ্ঘটনায় নিহতদের যথাক্ৰমে পোকসাম, আবং, কান্দাত এবং ইয়ংকাই বলে শনাক্ত করেছে পুলিশ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *