আফ্রিকার দেশ সোমালীল্যান্ডে নিরাপদ পানির ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা ইস্ট হ্যান্ডস। সোমালীল্যান্ডের রাজধানীর দক্ষিন সীমান্তে এম মোগে নামে একটি রিফিউজি ক্যাম্পে এই পানির ট্যাংক দেয়া হয়। এই ক্যাম্পের প্রায় ৫০টি পরিবার প্রতিদিন এখান থেকে পানি ব্যবহার করতে পারবেন।
এ উপলক্ষে ইস্ট হ্যান্ডস চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, আমরা করোনাকালীন সময়ে বাংলাদেশ ও ব্রিটেনের পাশাপাশি আফ্রিকার দরিদ্র পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। পূর্ব আফ্রিকায় মানুষ পানির জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে থাকে। তাই আমরা নিরাপদ পানির প্রজেক্ট হাতে নিয়েছি।
উল্লেখ্য, করোনাকালীন সময়ে, পবিত্র রামাদান মাসে ও কুরবানীর সময়ে বাংলাদেশের কয়েকটি জেলা ও আফ্রিকার সোমালীল্যান্ডের কয়েকটি অঞ্চলের হাজারেরও বেশি মানুষের কাছে ইস্ট হ্যান্ডস চ্যারিটির পক্ষ থেকে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়। এছাড়া সিলেটের একটি অন্ধ স্কুলে ৩ মাসের খাদ্য সহায়তা দেয়া হয় সংস্থাটির পক্ষ থেকে। এছাড়া পূর্ব লন্ডনে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় চলছে ইস্ট হ্যান্ডস ফুড ব্যাংক, যেটি ইতিমধ্যেই বেশ সাড়া জাগিয়েছে। বিশেষ প্রতিনিধি এমরান আহমেদ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি