শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

৪ বেড়ে ওডিশায় মৃত্যু ১,৮১১ জনের, মোট করোনা-আক্রান্ত ৩,২৪,০৮৯

রাকেশ, ভুবনেশ্বর: ওডিশায় কমছে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, মৃত্যুও আগের তুলনায় অনেকটাই কমেছে। বিগত ২৪ ঘন্টায় ওডিশায় নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ৩৩২ জন। ফলে ওডিশায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,২৪,০৮৯। রাজ্যে নতুন করে মৃত্যু হয়েছে ৪ জনের, ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৮১১। সুস্থতার সংখ্যাও বাড়ছে ওডিশায়, ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৩,১৯,০৬৯ জন। বিগত ২৪ ঘন্টার মধ্যে সুস্থ হয়েছেন ৩৮৬ জন।

সোমবার সকালে ওডিশা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় নতুন করে ৩৩২ জন সংক্রমিত হওয়ার পর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,২৪,০৮৯। ওডিশায় এই মুহূর্তে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ৩,১৫৬ এবং করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ৩,১৯,০৬৯ জন। বিগত ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা ১,৮১১-এ পৌঁছেছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *