শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাটে রাস্তা নির্মাণে বিএসএফের বাঁধা

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্তের বাংলাদেশের সীমানায় জিরো পয়েন্ট সংলগ্ন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাঁধার কারণে প্রায় ১৪৬ মিটার পাকা রাস্তা নির্মাণের কাজ দীর্ঘ দুই মাস যাবত বন্ধ রয়েছে। এতে ঠিকাদারী প্রতিষ্ঠানের নির্মাণ কাজ বিঘ্নিত হচ্ছে।

জানা গেছে, গোবরাকুড়া ও কড়ইতলী স্থল বন্দর হয়ে ‘সীমান্ত সড়ক’ খ্যাত ময়মনসিংহের সড়ক ও জনপথ বিভাগের মাধ্যমে সরকারী অর্থায়নে প্রায় ৫৮ কোটি ৯০ লক্ষ ২৪ হাজার ২৭২.৬৪ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজ চলমান রয়েছে।

রাস্তা নির্মাণে বাঁধা দেয়ার সত্যতা স্বীকার করে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জন্মভূমি নির্মাতার ( জন) স্থানীয় প্রতিনিধি নাদিম আহমেদ বলেন, বিএসএফের বাঁধার কারণে প্রায় দুই মাস যাবত মেইন পিলার ১১২৪ এর ৪ এস পয়েন্ট সংলগ্ন প্রায় ১৪৬ মিটার রাস্তা নির্মাণ কাজ বন্ধ রয়েছে। বিএসএফ ঐ অংশটুকু নির্মাণ করতে না দিলেও রাস্তার অন্যান্য কাজ চলমান রয়েছে।

ময়মনসিংহ ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের সিইও তৌহিদুল ইসলাম বলেন, আমরা ৫৫ বিএসএফ ব্যাটালিয়ানের কমান্ডার পর্যায়ে চিঠি দিয়েছি। আশা করছি খুব শীঘ্রই আমরা আমাদের চিঠির উত্তর পাবো।

ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ওয়াহেদুজ্জামান বলেন, বিজিবি’র মাধ্যমে বিএসএফ পর্যায়ে এ বিষয়ে আলাপ- আলোচনা চলছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *