নিরুপম / সমীপ, হাফলং (অসম): শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডরের মান্দারডিসায় হঠাত্ করে প্রচলিত টোলপ্লাজা বন্ধ করার দাবি তুলেছে ডিমা স্টুডেন্টস ইউনিয়ন এবং অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন। শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডরের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই এভাবে টোলপ্লাজা খোলা ঠিক হয়নি বলে অভিযোগ তুলেছে ছাত্র সংগঠন দুটি।
ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন ও অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের পদাধিকারীরা বলেছেন, মান্দারডিসা থেকে বালাছড়া পর্যন্ত চারলেন সড়ক নির্মাণের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই টোলপ্লাজা বন্ধ রাখতে হবে। বুধবার দুটি ছাত্র সংগঠনের প্রতিনিধি দল মান্দারডিসা টোলপ্লাজায় উপস্থিত হয়ে এই টোলপ্লাজা বন্ধ রাখার দাবি তুলেন। না হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে মান্দারডিসায় ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন এবং অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন আন্দোলন শুরু করবে বলে হুমকি দিয়েছেন তাঁরা।
এ প্রসঙ্গে অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি উত্তম লাংথাসা বলেন, এই সড়ক নির্মাণের কাজে অনেক দুর্নীতি সংগঠিত হয়েছে। তাই এর সঠিক তদন্ত করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও নির্মাণ সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এদিকে ডিমাসা ছাত্র সংস্থার সাধারণ সম্পাদক প্রমিত সেংইয়ং বলেন, মান্দারডিসা থেকে বালাছড়া পর্যন্ত চারলেন সড়ক নির্মাণ না হওয়া পর্যন্ত মান্দারডিসার টোলপ্লাজা বন্ধ রাখতে হবে। তাছাড়া এই সড়ক নির্মাণের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং হাফলঙে অবস্থিত পিআইইউ কার্যালয়ের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানান প্রমিত সেংইয়ং।

