বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের বক্তব্যকে উদ্ধৃত করে ভারতের আসামের সংবাদ মাধ্যমগুলো শনিবার এসব শিরোনাম করেছে।
দৈনিক অসমীয়া প্রতিদিনের খবরে বলা হয়েছে, বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, অর্থনীতি অনেক শক্তিশালী। এ কারণে ভারতে অনুপ্রবেশের প্রশ্নই উঠে না।
প্রভাবশালী বাংলা দৈনিক যুগশঙ্খ লিখেছে, বাংলাদেদেশি অনুপ্রবেশ ইস্যুতেই টিকে রয়েছে আসামের রাজনীতি। আগামী বছর নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশি সমস্যা বড় ইস্যু। কিন্তু আসামের বুকে দাঁড়িয়ে বাংলাদেশি অনুপ্রবেশের চিরাচরিত অভিযোগ উড়িয়ে দিলেন সাফিনুল ইসলাম।
পত্রিকাটি লিখেছে, হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে আসামে অনুপ্রবেশ করছে। অবিরত অনুপ্রবেশের এই ধারণাটাকে বদলাতে বলেছেন বিজিবি প্রধান। তাছাড়া নাগরিকপঞ্জি বা এনআরসি থেকে বাদ পড়া ১৯ লাখ মানুষের একজনও যে বাংলাদেশে ফেরত যাননি সেটাও দ্ব্যর্থহীনভাবে বলে গেছেন তিনি।
বাংলাদেশি অনুপ্রবেশের দোহাই দিয়ে যখন আগামী নির্বাচনের বৈতরণী পার হওয়ার কৌশল আঁটছে একাংশ রাজনৈতিক দল, তখন বাংলাদেশের সামরিক কর্মকর্তার এই বক্তব্য চোখ খুলে দেওয়ার মতো।