শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

‘জল্পনা ছড়াবেন না’: রাজভবন থেকে বেরিয়ে মন্তব্য সৌরভের

পায়েল, কলকাতা: আর মাত্র কয়েকদিন পরেই একুশের নির্বাচন। রাজনৈতিক দলগুলির অন্দরে জোরকদমে চলছে তারই প্রস্তুতি। সেই জল্পনার মাঝেই রবিবার হঠাত্‍ই রাজভবনে হাজির হন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কি কারনে রাজভবনে এসেছেন সৌরভ সেই প্রসঙ্গে ঢোকার মুখে কিছু না বললেও রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর রাজভবন থেকে বেরিয়ে ‘জল্পনা ছড়াবেন না’ মন্তব্য করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

রাজভবনে প্রবেশের সময় সৌরভ গঙ্গোপাধ্যায় কেনও রাজভবনে এসেছেন সেই প্রশ্ন করা হলে তিনি জানান তিনি বেরোনোর সময় জানাবেন। সে কথা মত রাজভবন থেকে বেরোনোর সময় রাজ্যপালের সঙ্গে কি কথা বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এই প্রশ্ন করা হলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ এটা নিতান্তই সৌজন্য সাক্ষাত্‍। মাননীয় রাজ্যপাল অনেকদিন ধরেই ইডেন ঘুরে দেখার ইচ্ছাপ্রকাশ করে আসছেন। এখন ইডেনে বাংলা দলের অনুশীলন চলছে। আগামী সপ্তাহে কোনও একটা সময় রাজ্যপালের ইডেন পরিদর্শনের ব্যবস্থা করা হবে। আর হ্যাঁ, এই সাক্ষাত্‍ নিয়ে কোনও জল্পনা ছড়াবেন না’।

অন্যদিকে,সৌরভ গঙ্গোপাধ্যায়- র সঙ্গে সাক্ষাত্‍ প্রসঙ্গে টুইট করে রাজ্যপাল লেখেন, ‘ দাদার সঙ্গে দেখা হলো। আজ রাজভবনে ৪.৩০ টের সময় নান বিষয় নিয়ে সৌরভের সঙ্গে আলোচনা হয়েছে। ১৮৬৪ সালে তৈরি সারা দেশের মধ্যে সবচেয়ে পুরনো ক্রিকেট খেলার মাঠ ইডেন গার্ডেনস ঘুরে দেখার জন্য তার আমন্ত্রণ গ্রহণ করেছি’।

বহুদিন ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায় কবে রাজনীতিতে আসবেন, আদতে আসবেন নাকি সেই নিয়ে চলছে জোর জল্পনা। যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন সৌরভ। তবে এরই মাঝে রবিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাত্‍ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে প্রায় দু – ঘণ্টা বৈঠক করেন সৌরভ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *