বিশু / সমীপ / অরবিন্দ, কালাইন (অসম): কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকার ভূমিপুত্রদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনার পাশাপাশি নির্বাচনে স্থানীয় প্রার্থীর দাবিতে রবিবার কালাইনের ভাটগ্রামে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় বক্তারা আগামী বিধানসভা নির্বাচনে কাটিগড়ায় প্রত্যেক রাজনৈতিক দল থেকে স্থানীয় প্রার্থী প্রদানের দাবি উত্থাপন করেছেন। এছাড়া কাটিগড়ার সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় আজকের নাগরিক সভায়।
কাটিগড়ার উন্নয়নের স্বার্থে ভূমিপুত্রদের দাবি উত্থাপন করে বক্তারা বলেন, দীর্ঘ চল্লিশ বছর থেকে কাটিগড়া থেকে স্থানীয় কোনও ব্যক্তি বিধানসভায় প্রতিনিধিত্বের সুযোগ পাচ্ছেন না। ফলে কাটিগড়ার সামগ্রিক উন্নয়ন হিমঘরে। আসন্ন বিধানসভা নির্বাচনে দল-মত নির্বিশেষে সবাই যাতে স্থানীয় প্রার্থীর পক্ষে আওয়াজ তুলেন এ নিয়ে বিশদ আলোচনা করা হয়। বিভিন্ন রাজনৈতিক ছাড়া কংগ্রেস, বিজেপি, এআইইউডিএফ থেকে ভূমিপুত্রকে প্রার্থিত্ব প্রদান করার জোরালো দাবি তুলেছেন বক্তারা।
আজকের নাগরিক সভায় কাটিগড়া বিধানসভা এলাকার প্রায় সব কয়টি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। তাঁরা সবাই এ ব্যাপারে একমত পোষণ করেন। কাটিগড়ার দীর্ঘদিনের গণদাবিকে সামনে রেখে সার্বিক উন্নয়নের স্বার্থে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানান বক্তারা।
সভায় সর্বসম্মতিক্রমে একটি বেসরকারি সংগঠন গড়ার ওপরও গুরুত্ব প্রদান করা হয়। পরে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে আজ। এই কমিটি আগামী দিনে কাটিগড়ার স্থানীয় প্রার্থীর দাবিকে জোরদার করার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিনের সভায় সর্বসম্মতিক্রমে বিশ্বজিত্ মালাকার, তাজউদ্দিন চৌধুরী, সাধন সিনহাকে আহ্বায়ক মনোনীত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব প্রদান করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেছেন জিএমসি সাহাব উদ্দিন চৌধুরী, পূর্ব কাটিগড়ার প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিত্ মালাকার, প্রাক্তন জেলা পরিষদের সদস্য খলিলুর রহমান বড়ভুইয়া, সাধন সিনহা, সন্দীপ দাস, দীপঙ্কর চক্রবর্তী চন্দন, কমরুল ইসলাম, পৃথ্বীশকান্তি দাস, তাজউদ্দিন চৌধুরী, অসম সরকারের জয়েন্ট সেক্রেটারি এফআর লস্কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আগামী রবিবার এনজিও-এর পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে একই স্থানে সভা অনুষ্ঠিত হবে।

