মৌসুমী, কলকাতা: গত ২৪ ঘণ্টায় রাজ্যে সামান্য বেড়েছে সংক্রমণ। তবে একদিনে কমেছে মৃত্যুর সংখ্যা। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৩৫জন আক্রান্ত হয়েছেন। একদিনে সুস্থ হয়ে উঠছেন ১৭৪০জন। তবে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.৭৩ শতাংশ। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯জনের। এদিকে কমেছে মোট পরীক্ষিত নমুনা অনুযায়ী সংক্রমিত মানুষের হার। ২৪ ঘন্টায় পরীক্ষিত নমুনার ৭.৮৬শতাংশ মানুষ এদিন সংক্রমিত হয়েছেন। রবিবার স্বাস্থ্য দফতর বুলেটিন সূত্রে অন্তত খবর এমনটাই।
এখন রাজ্যে সক্রিয় চিকিত্সাধীন করোনা আক্রান্তের সংখ্যা ১৩হাজার ৭৭৪জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫লাখ ৪৭হাজার ৪৪৩জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৫লাখ ২৪হাজার ৭১জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৯৫৯৮জনের।
এদিকে গত একদিনে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১৫জন। সুস্থ হয়েছেন গত ২৪ ঘন্টায় ৪৫৯জন। শহরে গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ১৩ জনের। বর্তমানে এখন করনা আক্রান্ত সক্রিয় চিকিত্সাধীন রয়েছেন ৩২৩৬জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। একদিনে আক্রান্ত হয়েছেন ৩৩৮ জন। সুস্থ হয়ে উঠছেন ৪১১জন।
এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩৮হাজার ১১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৯লাখ ৬৫হাজার ৭২৬টি। এখন রাজ্যে ৯৮টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

