অশোক, কলকাতা: পোর্ট ব্লেয়ারে প্রথম নেতাজীর তেরঙ্গা পতাকা ওড়ানো স্মরণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার তিনি টুইটে লেখেন, “১৯৪৩-এর এই দিন নেতাজী সুভাষ চন্দ্র বসু পোর্ট ব্লেয়ারে প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন। ঐতিহাসিক ওই ঘটনার ৭৭ বর্ষ স্মরণে মহান নেতাকে আমি শ্রদ্ধা জানাই। এ দেশের মহান সন্তান নেতাজী আজও আমাদের অনুপ্রেরণা যোগায়।” উল্লেখ্য, নেতাজি সুভাষচন্দ্র বোস যুদ্বের সময়ে জাপানিদের মিত্রশক্তি ছিলেন। ১৯৪৩ সালে আগস্ট মাসে ঘোষণা করেন, বছর শেষের আগেই ভারতের মাটি উপস্থিত হবে আজাদ হিন্দ ফৌজ।