শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেবে বিএনপি

বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেবে বিএনপি। শনিবার (২ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন’ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই দলে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা রয়েছেন। সভায় সিদ্ধান্ত হয়েছে, বিএনপির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আমরা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেব। এই সম্মাননা জাতি শ্রদ্ধাভরে স্মরণে রাখবে।’

সভায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহজাহান ওমর, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, আব্দুস সালাম, বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কর্ণেল (অব.) জয়নুল আবেদীন, শামা ওবায়েদ, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহাতাব, প্রকৌশলী নজরুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ, মো. সাইফুল ইসলাম, ওবায়দুল রহমান অটলসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *