ভারতের পশ্চিমবঙ্গে কলকাতাসহ তিনটি স্থানে করোনাভাইরাসের (কোভিড–১৯) টিকা দেওয়ার মহড়া অনুষ্ঠিত হয়েছে। অক্সফোর্ডের তৈরি টিকা উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। ‘কোভিশিল্ড’ নামের সেই টিকা মানুষের শরীরে প্রয়োগের জন্য এ মহড়ার আয়োজন করা হয়।
কলকাতার সল্ট লেকের দত্তাবাদ আরবান প্রাইমারি হেলথ সেন্টার, উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা গ্রামীণ হাসপাতাল ও মধ্যমগ্রামের আবদালপুরের আপার প্রাইমারি হেলথ সেন্টারে আজ শনিবার সকাল সাড়ে ৯টায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
সল্টলেকের দত্তাবাদে এই মহড়ায় অংশ নেওয়ার জন্য ২৫ জনকে নির্বাচিত করা হয়। তাঁদের সবার কাছে মহড়ায় যোগ দিতে মুঠোফোনে নোটিশ পাঠানো হয়। সকালেই ২৫ জন চলে আসেন মহড়াস্থলে। সেখানে প্রথমে তাঁদের শরীর পরীক্ষা করা হয়। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নিয়ে যাওয়া হয় টিকা দেওয়ার কক্ষে। সেখানে পরপর ২৫ জনকে টিকা দেওয়া হয়। তবে তাঁদের কাউকে মহড়ায় প্রকৃত কোভিশিল্ড টিকা প্রয়োগ করা হয়নি। টিকা দেওয়ার পর তাঁদের ৩০ মিনিট বিশ্রাম নেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় আরেকটি কক্ষে। টিকা নিয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তিন এলাকার তিনটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা রাখা হয়।
তিনটি হাসপাতালে ২৫টি করে শয্যা ফাঁকা রাখা হয়। তবে টিকা গ্রহণের পর তাঁরা সুস্থ থাকায় সবাইকে ছেড়ে দেওয়া হয়। ২৮ দিন পর তাঁদের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ-সুইডিস সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ডকে জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য ছাড়পত্র দেওয়ার সুপারিশ করেছেন ভারতের বিশেষজ্ঞরা। এ সুপারিশ মেনে ভারতের ডিসিজিআই চূড়ান্ত অনুমোদন দিলে ৭ থেকে ১০ দিনের মধ্যে ভারতে শুরু হতে পারে টিকাদান কর্মসূচি।

