বিশু / সমীপ, বদরপুর (অসম): অসমে হাজির বিশ্বের প্ৰথম এবং ভারতের একমাত্র রেল হাসপাতাল ‘লাইফলাইন এক্সপ্ৰেস’। ‘লাইফলাইন এক্সপ্ৰেস’ এ মুহূর্তে দক্ষিণ অসমের বদরপুর রেলওয়ে জংশনে অবস্থান করেছে। ভারতীয় রেল মন্ত্ৰালয় ট্যুইটারযোগে ‘লাইফলাইন এক্সপ্ৰেস’ সম্পর্কিত কয়েকটি আলোকচিত্ৰও প্ৰকাশ করেছে।
লাইফলাইন এক্সপ্ৰেসে বিশ্বের উন্নতমানের প্ৰযুক্তির চিকিত্সা ব্যবস্থা সংযুক্ত করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন প্ৰান্তের রোগীদের লাইফলাইন এক্সপ্ৰেসে বিনামূল্যের চিকিত্সা পরিষেবা প্ৰদান করা হয়। লাইফলাইন এক্সপ্রেসের চিফ অপারেটিং অফিসার চন্দ্রকান্ত দেশপাণ্ডে এবং ডেন্টাল সার্জন ডা. জসবীর সিং অত্যন্ত যত্নসহকারে বিশেষ এই স্বাস্থ্য পরিষেবা পরিচালনা করছেন।
তাঁরা জানান, মূলত যে-সকল আৰ্থিকভাবে দুর্বল এবং দুৰ্গম অঞ্চল থেকে আগত রোগীদের চিকিত্সা প্ৰদানে অগ্ৰাধিকার দেওয়া হয়। বিশ্বের প্ৰথম রেল হাসপাতাল লাইফলাইন এক্সপ্ৰেসে চিকিত্সকের একটি দল সবসময় রোগীদের সহায়তার জন্য প্রস্তুত। ইতিমধ্যে এই চিকিত্সকের দল দেশের বিভিন্ন প্ৰান্তে বহুসংখ্যক রোগীর চিকিত্সা প্ৰদান করেছে, জানান লাইফলাইন এক্সপ্রেসের চিফ অপারেটিং অফিসার চন্দ্রকান্ত দেশপাণ্ডে।
তিনি জানান পুরো ট্রেনই একটা আধুনিক হাসপাতাল। ট্রেনে যে কোনও জটিল অপারেশনের সুব্যবস্থা রয়েছে, রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। প্রয়োজনীয় পথ্যও ট্রেন থেকে পরিবেশন করার ব্যবস্থা রয়েছে। মুম্বাইয়ের স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইমপেক্ট ইন্ডিয়া ফাউন্ডেশন’ ভারতীয় রেল এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সহায়তায় সমগ্র পৃথিবীর মধ্যে প্রথমবারের মতো ১৯৯১ সালের ১৬ জুলাই এই ট্রেন চালু করেছিল। এ পর্যন্ত এই হাসপাতাল ট্রেন ভারতের ২০৯টি জায়গায় ভ্রাম্যমাণ পদ্ধতিতে ঘুরে রোগীদের বিনামূল্যে চিকিত্সা প্রদান করেছে।
অত্যাধুনিক সুযোগ-সুবিধা তথা বাতানুকূল এই ট্রেন ‘লাইফলাইন এক্সপ্রেস’ দাঁড়িয়ে আছে বদরপুর রেলওয়ে জংশনে। ৫ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ট্রেনে রোগীদের চিকিত্সা পরিষেবা প্রদান করবে লাইফলাইন এক্সপ্রেস।

