ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে ওয়ানডে ও টেস্টের জন্যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পাঁচ তরুণ ক্রিকেটার।
নতুন ৫ ক্রিকেটার : মোহাম্মদ শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও শেখ মাহাদি হাসান। সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু টি- টোয়েন্টি কাপেই তারা ঝলক দেখিয়েছেন। চট্টগ্রামের হয়ে খেলা শরিফুল টি- টোয়েন্টি কাপে ১৬ উইকেট নিয়ে সবার নজরে এসেছেন।
এছাড়া ওপেনার ইমন তো বাংলাদেশের সবচেয়ে দ্রুততম শতকও হাঁকিয়ে দলকে জেতান। এছাড়া টি-টোয়েন্টি কাপে পারফরম্যান্স করা নাসুম আহমেদ, মাহেদী হাসান ও নাসুম আহমেদকে রাখা হয়েছে প্রাথমিক স্কোয়াডে।

