শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

হোয়াটসঅ্যাপের যেসব শর্ত না মানলে ডিলিট হবে অ্যাকাউন্ট

প্রাইভেসি পলিসি বদল করল হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে ইউজারদের মানতেই হবে পলিসি। জানা গিয়েছে এবার প্রাইভেসি পলিসি অ্যাক্সেপ্ট না করলে ডিলিট হয়ে যাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট।

হোয়াটসঅ্যাপের এই প্রাইভেসি পলিসি বদলের কারণ হিসেবে জানান হয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে হোয়াটসঅ্যাপের সংযোগের কারণেই এই নয়া পলিসি বলে জানা যাচ্ছে।

বছরখানেক আগে হোয়াটসঅ্যাপ চলে এসেছে ফেসবুকের আওতায়। ইনস্ট্রাগ্রামের সঙ্গেও সংযোগ করা হয়েছে। নতুন আঙ্গিকে সাজাতে কী রয়েছে নতুন প্রাইভেসি পলিসিতে?

সেখানে বলা রয়েছে, যে লাইসেন্স ব্যবহারকারীদের দেওয়া হচ্ছে তাতে আমাদের পরিষেবা ব্যবহারের জন্য হোয়াইটঅ্যাপে ছবি আপলোড থেকে বার্তা প্রেরণ, সবকিছুই হবে বিশ্বব্যাপী। তবে টেক্সট, ছবি, ভিডিও সব কিছুই এন্ড টু এন্ড এনক্রিপটেড। অর্থাৎ বিনিময়রত দুইজন ছাড়া অন্য কেউ কোনও কিছুই দেখতে পারে না। এমনকি, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও দেখতে পারবেন না। যাদের অ্যাকাউন্ট আছে, কিন্তু এনক্রিপশন অ্যাকসেপ্ট করেননি, তাদের এখন করে নিতে হবে। নয়ত ডিলিট হয়ে যাবে অ্যাকাউন্ট।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *