শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

নবীন পট্টনায়েককে খুনের চক্রান্ত! উড়ো চিঠিতে উত্তেজনা ওডিশায়

ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে খুন করার গভীর চক্রান্ত চলছে। সম্প্রতি তাঁর বাসভবনে ইংরাজিতে চিঠি লিখে এই বিষয়ে সতর্ক করেছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। ইতিমধ্যে মহারাষ্ট্রের নাগপুরে থাকা এই ষড়যন্ত্রের মূলচক্রী নবীন পট্টনায়েককে খুনের জন্য সুপারি কিলার নিয়োগ করেছে বলেও দাবি করা হয়েছে ওই চিঠিতে। এরপরই বিষয়টির তদন্ত নেমেছে ওডিশা পুলিশ।
বৃহস্পতিবার ওডিশা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত পাঁচ তারিখ ওই চিঠি পাওয়ার পরেই রাজ্যের বিশেষ স্বরাষ্ট্রসচিব ড. সন্তোষ বালা পুলিশ ও গোয়েন্দা বিভাগের ডিজি এবং ভুবনেশ্বরের পুলিশ কমিশনারকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রবল উত্তেজনা ছড়িয়েছে ওডিশার প্রশাসনিক মহলে। মুখ্যমন্ত্রী ও তাঁর বাসভবনের নিরাপত্তা আরও জোরদার করার পাশাপাশি চারিদিকে কড়া নজরদারি চালানো হচ্ছে। অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে ওডিশার সচিবালয়ে। সেই সঙ্গে ওই চিঠিটি কে পাঠিয়েছে তাও খোঁজ করে দেখা হচ্ছে।
আধিকারিকদের সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর বাড়িতে আসা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে নবীন পট্টনায়েককে খুন করার জন্য কয়েকজন সুপারি কিলার নিয়োগ করেছে নাগপুরের এক ব্যক্তি। ওই পেশাদার অপরাধীদের হাতে একে-৪৭ ও সেমি অটোমেটিক পিস্তল-সহ একাধিক অত্যাধুনিক অস্ত্র রয়েছে। তারা যে কোনও সময় হামলা চালাতে পারে। তাই ওডিশার মুখ্যমন্ত্রী যেন সতর্ক থাকেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *