জন্মজিত্ / সমীপ, করিমগঞ্জ (অসম): চলতি ২০২১ সালের ১ জানুয়ারিকে ভিত্তি করে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা আজ সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসাররা পৃথক পৃথক বিজ্ঞপ্তি জারি করে সোমবার সচিত্র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন।
১৯৬০ সালের নির্বাচন পঞ্জিবন্ধনের নিয়মাবলীর বিধান অনুযায়ী এবং ভারতের নির্বাচন আয়োগের নির্দেশ অনুসারে ১ নম্বর রাতাবাড়ি বিধানসভা কেন্দ্র, ২ নম্বর পাথারকান্দি বিধানসভা কেন্দ্র, ৩ নম্বর উত্তর করিমগঞ্জ কেন্দ্র, ৪ নম্বর দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্র এবং ৫ নম্বর বদরপুর বিধানসভা কেন্দ্রের ছবি সংবলিত ভোটার তালিকা বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের মাধ্যমে চলতি বছরের ১ জানুয়ারির ভিত্তিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত করা হয়েছে
এই ভোটার তালিকার প্রতিলিপি প্রদর্শনের জন্য করিমগঞ্জ জেলার সংশ্লিষ্ট সার্কল অফিস, ব্লক কার্যালয়, থানা এবং জেলাশাসকের কার্যালয়ের নির্বাচনী শাখায় রাখা হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।

