প্রবাসীদের মাঝে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেক খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রবাসী বাংলাদেশিদের সাহায্যে কাজ করছে হাইকমিশন।
বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের বিভিন্ন ডরমেটরি এবং থাকার জায়গায় করোনার পরিস্থিতির শুরু থেকেই খাদ্য সামগ্রী বিতরণ করছে। শুক্রবার ১৩ উডল্যান্ড স্ট্রিট ও ৩ ক্রান্জি এরিয়ায় ১৫০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ হাইকমিশনের ওয়েলফেয়ার অফিসার মো. আল আমিন হোসেন বলেন, সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশনের লেবার উইং সবসময় পাশে আছে।

