শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

নতুন আক্রান্ত ৩১৪১, ২৪ ঘণ্টা মৃত্যু আরও ৩২

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ১৪১ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ফলে দেশে এখন মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৭ হাজার ৫২০ জন। শনাক্তের হার ২১ দশমিক ৬৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৭ জন এবং নারী ৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। দেশে এখন করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭১ জনে। এর আগে গত মঙ্গলবার একদিনে দেশে মৃত্যু ও আক্রান্তে সর্বোচ্চ রেকর্ড হয়েছিল।

রবিবার (১৪ জুন) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৬৯০টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৫০৫টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫ লাখ ১ হাজার ৪৬৫টি নমুনা।’

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৯০৩ জন। ফলে এখন মোট সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ১৮ হাজার ৭৩০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪০ শতাংশ।’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *