শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

‘এনআরসি, সিএএ করতে দেব না’, তফশিলিদের সম্মেলন থেকে হুংকার মমতার

স্টাফ রিপোর্টার, কলকাতা: এনআরসি, সিএএ করতে দেব না। আমরা সবাই নাগরিক। বৃহস্পতিবার গীতাঞ্জলি স্টেডিয়ামে তফশিলি জাতি-উপজাতি সম্মেলনের মঞ্চ থেকে এই হুংকার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, এখন বলছে এনআরসি, সিএএ স্থগিত রাখা হয়েছে। কিন্তু আইন তো প্রত্যাহার করেনি। তাই আমরা বলছি, এনআরসি, সিএএ করতে দেব না।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ১০ হাজার শিক্ষককে স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তাঁদের স্থায়ী করা দূরের কথা, চাকরিই খেয়ে নিয়েছে। অসমে গিয়ে দেখে আসুন, এনআরসি-র নামে কত জনকে হত্যা করেছে। বাংলায় শান্তিতে বসবাস করছেন। এখানে কত উন্নতি হচ্ছে।

চলতি বছরে অসম এবং বাংলায় বিধানসভা নির্বাচন। উল্লেখ্য, দুই রাজ্যকেই পাখির চোখ করছে বিজেপি। অসমে সিএএ এবং এনআরসি নিয়ে বিরোধিতায় আগুন জ্বলেছিল এক বছর আগেই। এদিকে বাংলায় মতুয়ারা চাইছেন যে সিএএ লাগু হোক। এই মতুয়া ভোটের উপর নির্ভর করেই বিজেপি জিততে চাইছে বাংলার নির্বাচন। তবে দুই রাজ্যকেই হাতে রাখতে আপাতত ধীরে চলার নীতি নিয়েছে বিজেপি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে অবিলম্বে এনআরসি লাগু হবে বলে ঘোষণা করেন। তবে সিএএ নিয়ে আন্দোলন শুরু হতেই ব্যাকফুটে চলে যায় কেন্দ্র। সংসদের স্থায়ী কমিটিকে বিবৃতি দিয়ে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই ইতিমধ্যে জানিয়েছেন, সারা দেশে এনআরসি কার্যকর করা নিয়ে এখনও কোনও আলোচনাই হয়নি সরকারের।

এদিকে, সিএএ নিয়ে রাজ্যসভায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন।এক কথায় শান্তনু ঠাকুরের নাগরিকত্ব প্রশ্ন তুলেছেন ডেরেক। সরাসরি বিজেপিকে আক্রমণ করে ডেরেক অভিযোগ করেছেন সিএএ নিয়ে মতুয়াদের ভুল বোঝাচ্ছে বিজেপি। যাঁরা আগে থেকেই দেশের নাগরিক তাঁদের আলাদা করে নাগরিকত্ব দেওয়ার কথা বলছে মোদী সরকার। মতুয়ারা যদি দেশের নাগরিক না হয় তাহলে তাঁদের মধ্য থেকেই বিজেপি সাংসদ হলেন কি করে। নাগরিকত্ব ছাড়াই বিজেপি সাংসদ করে ফেলেছে মতুয়াদের প্রতিনিধিকে। @কলকাতা২৪

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *