শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

পশ্চিমবঙ্গে করোনায় দৈনিক মৃত্যু ফের বাড়ল! সব থেকে বেশি সংক্রমণ কলকাতার পরেই উত্তর ২৪ পরগনায়

রাজ্যে করোনায় দৈনিক মৃত্যু ফের বাড়ল! সব থেকে বেশি সংক্রমণ কলকাতার পরেই উত্তর ২৪ পরগনায়সোমবার ১৭৯, মঙ্গলবার ২০৩, বুধবার ২০১, বৃহস্পতিবার ২০৬, শুক্রবার ১৯৪ , শনিবার ১৯৭, রবিবার ১৯৩ । গত কয়েকদিন ধরে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এইভাবেই কমেছে বেড়েছে। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যু হয়েছে ৫ জনের। এদিন সুস্থ হয়েছেন ২৮৯ জন। এদিন শনিবারের থেকে রাজ্যে সুস্থতার হার সামান্য বেড়েছে। শনিবার যেখানে সুস্থতার হার ছিল ৯৭. ৩৬ %, সেখানে বুধবার সুস্থতার হার ৯৭. ৩৭% ।

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫,৭১, ৩৭১

রবিবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৩ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৭১, ৭৮৭ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪,৭৯৪ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫, ৫৬, ৩৭০ জন। গত ২৪ ঘন্টায় ২৮৯ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে উত্তর ২৪ পরগনায় ( ৭৯), এরপরেই রয়েছে কলকাতা (৫১)। এরপরেই রয়েছে হাওড়া (২৩) ।

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন কলকাতায় ৪৮ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ০, কোচবিহারে ১, দার্জিলিং ৪, কালিম্পং ০ , জলপাইগুড়ি ৮, উত্তর দিনাজপুরে ২, দক্ষিণ দিনাজপুরে ১, মালদহ ১, মুর্শিদাবাদে ১, নদিয়া ৯, বীরভূম ৫, পুরুলিয়া ১, বাঁকুড়ায় ৫, ঝাড়গ্রাম ০, পশ্চিম মেদিনীপুরে ৩, পূর্ব মেদিনীপুর ৪, পূর্ব বর্ধমান ৩, পশ্চিম বর্ধমান ৪, হাওড়া ১২, হুগলিতে ১৩, উত্তর ২৪ পরগনায় ৪৬, দক্ষিণ ২৪ পরগনায় ১৪ জন আক্রান্ত হয়েছেন।

খানিকটা বেড়েছে সুস্থতার হার

শনিবারের তুলনায় রবিবার খানিকটা বেড়েছে সুস্থতার হার। শনিবার সুস্থতার হার ছিল ৯৭. ৩৬ % । রবিবার সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৩৭% । এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার ৯৭. ১৯% । সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৪৩%-এ।

মৃত্যু হয়েছে ৫ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের। গত সোমবার ৬, মঙ্গলবার ৯, বুধবার ৭, বৃহস্পতিবার ৪, শুক্রবার ২, শনিবার ১ জনের মৃত্যু হয়েছিল। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১০,২০৭-তে।

কলকাতায় মৃত্যু ৩০৮১ জনের এদিন যে ৫ জনের মৃত্যু হয়েছে

রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ১ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৩০ ৮১ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ২৪৮৮ জনের। এদিন সেখানে ২ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ১০৪৩ জনের মৃত্যু হয়েছে। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ৭১৩ জনের মৃত্যু হয়েছে। এদিন হুগলিতে ১ জন এবং উত্তর দিনাজপুরে ১ জন রোগীর মৃত্যু হয়েছে।

স্যাম্পেল পরীক্ষা

এদিন সারা রাজ্যে ২২, ৩৬৫ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। শনিবার পরীক্ষা করা হয়েছিল ২৪, ০১১ টি স্যাম্পেল। শুক্রবার ২৩,১৬৭ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৮১, ৫০, ৭১৫ টি। প্রতি ১০০ টি পরীক্ষায় আক্রান্ত চিহ্নিত হয়েছে ৭.০১ %।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *