শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

পাথারকা‌ন্দির আন্তর্জাতিক সীমান্ত এলাকার জনগণ ও পড়ুয়া‌দের মাঝে বিএসএফের উপহার সামগ্রী বন্টন

অমল / সমীপ, পাথারকান্দি (অসম): প্রতি বছ‌রের মতো এবারও সি‌ভিক অ্যা কশন কার্যসূচির অনুষ্ঠা‌নে পাথারকান্দির ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার জনগণ এবং ছাত্রছাত্রীদের ম‌ধ্যে উপহার সামগ্রী বণ্টন করেছে বিএসএফ।

আজ সীমান্ত সুরক্ষা বা‌হিনী (বিএসএফ)-এর এক, তিন এবং চার নম্বর ব্যা টা‌লিয়‌নের ব্যা বস্থাপনায় আকাইদুম নেহরু বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বসবাসকারী ভারতীয় নাগরিক এবং স্কুল পড়ুয়া‌দের ম‌ধ্যে রকমা‌রি উপহার সামগ্রী বণ্টন করা হয়। অনুষ্ঠিত এক ভাববিনিময় সভায় বিএসএফের ডিআইজি অশ্বিনীকুমার শর্মা, কমান‌ডেন্ট রবীন্দ্র কুমার সি‌ভিক অ্যা কশন প্রোগ্রাম সম্প‌র্কে বিশদ বক্তব্যা পেশ করে সীমান্ত এলাকার জনগণকে অভয় বার্তা দেন। পাশাপা‌শি সীমান্ত এলাকায় কোনও দু নম্ব‌রি কাণ্ডে সংগঠিত হ‌লে শীঘ্রই সীমান্ত সুারক্ষা বা‌হিনী‌কে অবগত করার আর্জি জানান তাঁরা।

এদিন স্থানীয় স্কু‌লে এক‌টি ব্যা য়ামাগা‌রেরও উদ্বোধন ক‌রেন বিএসএফের শীর্ষ কর্তারা। সেই স‌ঙ্গে তাঁরা আরও জানান, সীমান্তবা‌সীর জন্য‌ তাঁরা সি‌ভিক অ্যা কশন প্রোগ্রা‌মের মাধয‌ মে আরও সরকা‌রি অনুদান দে‌বেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *