শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

কোভিড টিকাকরণে গোটা ভারতে প্রথম বিহার

সন্দীপ / সমীপ: কোভিড টিকাকরণে গোটা ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে বিহার। দ্বিতীয় স্থানটি দখল করেছে ত্রিপুরা। ৬৫ শতাংশ কিংবা তার অধিক টিকাকরণ হয়েছে এমন ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তথ্য আজ সাংবাদিক তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিক রাজেশ ভূষণ।

মঙ্গলবার এক সভায় তিনি বলেন, কয়েকটি রাজ্য কোভিড টিকাকরণে দারুণ কাজ করেছে। বাকি রাজ্যগুলিকে আরও ভালো কাজ করতে হবে। তাঁর কথায়, গোটা দেশে প্রথম পর্যায়ের টিকাকরণে ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ৬৫ শতাংশ কিংবা তার অধিক কোভিড স্বাস্থ্যকর্মীদের টিকাকরণে সক্ষম হয়েছে। তিনি জানান, বিহার সবচেয়ে অধিক কোভিড টিকাকরণ করেছে। তার পরেই রয়েছে ত্রিপুরা। তিনি বলেন, বিহার ৭৮ শতাংশ, ত্রিপুরা ৭৭ শতাংশ এবং মধ্যেপ্রদেশ ৭৬ শতাংশ স্বাস্থ্যকর্মীদের কোভিড টিকাকরণে সক্ষম হয়েছে। সাথে তিনি যোগ করেন, উত্তরাখণ্ড ৭৩ শতাংশ, ওড়িশা ৭২ শতাংশ, মিজোরাম ৬৯ শতাংশ, হিমাচল প্রদেশ ৬৮ শতাংশ, উত্তরপ্রদেশ ৬৮ শতাংশ, আন্দামান ও নিকোবার ৬৭ শতাংশ, রাজস্থান ৬৭ শতাংশ, কেরালা ৬৬ শতাংশ এবং লক্ষাদ্বীপ ৬৬ শতাংশ স্বাস্থ্যকর্মীদের টিকাকরণ করতে পেরেছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *