দেবাময় ঘোষ, কলকাতা: বিজেপি-র আইটি সেল থেকে তৃণমূলের নামে ফোন করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। নবান্নে বসেই এমন গুরুতর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমজনতার উদ্দেশে তাঁর সতর্কবার্তা, ‘সব ফোন ধরবেন না, সব ফোনে কথা বলবেন না।’
মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কাছ থেকে দুটো অভিযোগ পেলাম। তৃণমূল কংগ্রেসের নাম করে ফোন করে প্রথমে জিজ্ঞেস করছে কাকে ভোট দেবেন। এ ভাবে মিঠে আলাপ জমাচ্ছে। তার পরেই গালাগালি দিচ্ছে। ফোনটা ছেড়ে দেওয়ার পর ওই অধ্যাপকের সন্দেহ হয়। তিনি সেই নম্বরের উত্স খোঁজ করতে গিয়ে দেখেন তৃণমূলের নামে অশ্লীল শব্দ লিখে সেই নম্বরটি সেভ করা রয়েছে। মানে এটা বিজেপি-র আইটি সেলের কাজ। এ ভাবে অনেককেই ফোন করছে। এঁদের কোনও কাণ্ডকারখানা আছে? এদের লজ্জা নেই। ন্যূনতম সামাজিক লজ্জা নেই।’
এর পরেই সাধারণ মানুষকে সতর্ক করে তাঁর পরামর্শ, ‘আমি সাধারণ মানুষকে অনুরোধ করব, সব ফোন ধরবেন না। সব ফোনে কথা বলবেন না। আর আমাদের নাম করে বললেও জেনে রাখবেন বিজেপি-র আইটি সেল আমাদের নামে চূড়ান্ত নোংরামো করছে। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাতেও পুলিশকে বলব তদন্ত করে দেখে কড়া পদক্ষেপ নিতে।’
ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি-র নামে কিছু করলে ট্যুইটার, হোয়াটসঅ্যাপ গ্রুপের নামে এফআইআর দায়ের হয়ে যাচ্ছে। আর এখানে মানুষকে ফেক নিউজ দিয়ে বিভ্রান্ত করলে কেন পদক্ষেপ করা হবে না? এই পক্ষপাতিত্ব কেন?’
রান্নার গ্যাস এবং পেট্রোল- ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়েও এ দিন কেন্দ্রীয় সরকার এবং বিজেপি-কে কড়া আক্রমণ করেছেন মমতা। তিনি বলেন, ‘এঁরা ভোটের আগে একবার দাম কমায়, তার পর দশবার বাড়ায়। এখন তো রোজ বাড়ছে।’

