শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

অসমের পরিকাঠামো উন্নয়নে সবধরনের সাহায্যে প্রস্তুত জাপান, বলেছেন রাষ্ট্ৰদূত সাতোশি সুজুকি

সমীপ / অরবিন্দ, গুয়াহাটি: ভারতের উত্তর-পূৰ্বাঞ্চল প্ৰশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত। তাই উত্তরপূর্বকে বিকশিত করা খুব সহজসাধ্য ব্যাপার। বলেছেন ভারতে নিয়োজিত জাপানের রাষ্ট্ৰদূত সাতোশি সুজুকি। গুয়াহাটির খানাপাড়ায় হোটেল তাজ বিভান্তেতে ত্রিপাক্ষিক বৈঠক শেষে বিদেশমন্ত্রী ড. এস জয়শংকর, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, বহু দফতরের মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, শিল্প ও বাণিজ্য দফতরের মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি, বিজেপির সর্বভারতীয় উপ-সভাপতি বৈজয়ন্ত জয় পাণ্ডাকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকি বক্তব্য পেশ করছিলেন।

তিনি বলেন, জাপানের মানুষ ভারতের প্ৰতি চিরকৃতজ্ঞ। কেননা, ভারতের সহায়তা ছাড়া দিত্বীয় বিশ্বযুদ্ধের পর শোচনীয় আৰ্থিক পরিস্থিতি থেকে জাপান উদ্ধার হত না। রাষ্ট্রদূত সাতোশি সুজুকি বলেন, জাপান সরকার অসমের পরিকাঠামো উন্নয়নে সহায়তা করতে সম্পূ্র্ণ প্রস্তুত। জাপানের ব্যবসায়ীরা অসমে বিনিয়োগ করতে আগ্ৰহী কিনা, তা তাঁদের ওপর নিৰ্ভর করবে। তিনি বলেন, আসিয়ান দেশগুলির মধ্যে জাপানই একমাত্ৰ দেশ, যে অৰ্থনৈতিকভাবে উন্নতি করতে সক্ষম হয়েছে। তাই, জাপান এশিয়ার দেশসমূহের সঙ্গে দেশের অভিজ্ঞতা দায়িত্ব সহকারে আদান-প্ৰদান করতে চায়।

রাষ্ট্রদূত সাতোশি সুজুকি বলেব, এখন পর্যন্ত বহু ক্ষেত্ৰে ভারতের সঙ্গে সহযোগিতা করার বাকি। দেশে পাঁচ ট্রিলিয়ন ডলার মূল্যের অৰ্থনীতি গড়ে তুলতে ধারাবাহিকভাবে অৰ্থনৈতিক উন্নয়ন করে যেতে হবে। ভারতে উপলব্ধ সব ধরনের সম্পদ ব্যবহারের মাধ্যমে সামর্থক লক্ষ্যে পৌঁছুতে হবে। তিনি বিশ্বাস করেন, এই রাজ্যে উপলব্ধ যথেষ্ট মানব ও প্ৰাকৃতিক সম্পদ এবং উপযুক্ত সাংস্কৃতিক বৈশিষ্ট্যের উপযুক্ত ব্যবহার করে দেশের এই অৰ্থনৈতিক লক্ষ্যে উপনীত হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে সক্ষম হবে অসম।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *