বিশু / সমীপ, শিলচর (অসম): আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্যেদি আগামীকাল ২১শে ফেব্রুয়ারি রবিবার বিকেল চারটায় শিলচরের অম্বিকাপট্টি মোড় থেকে গান্ধীবাগ পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করেছে মৌলিক অধিকার রক্ষা মঞ্চ, কাছাড়।
মঞ্চের পক্ষ থেকে হিল্লোল ভট্টাচার্য, রাহুল রায়রা জানান, ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা পাঁচটায় মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার হল-এ অনুষ্ঠিত হবে ভাষিক আগ্রাসন শীর্ষক একটি আলোচনা সভা। এছাড়া সেদিন ছয়টায় হাইলাকান্দি থেকে প্রকাশিত সাহিত্য-লিটিল ম্যাগাজিনের উপর ড. অজয় রায় নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হবে। অনুষ্ঠানগুলিতে বিভিন্ন ক্লাব, সংস্থা, সংগঠনের সদস্যদের উপস্থিতি কামনা করেছে মৌলিক অধিকার রক্ষা মঞ্চ কাছাড়।

