শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা

আবদুর রহমান খান/আশরাফুর রহমান, পার্সটুডে: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থগিত সব পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ মে থেকে পরীক্ষা শুরু হবে। এছাড়া, ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে ৮ জুন থেকে।

আজ (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়েছে। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে আজ সকালে বিক্ষোভের চেষ্টাকালে রাজধানীর শাহবাগ মোড় থেকে ১০ জনকে আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

একইভাবে সকালে, নীলক্ষেতে সড়ক অবরোধ করেন কলেজ অব হোম ইকোনোমিক্সের শিক্ষার্থীরা। এতে নিউ মার্কেট-আজিমপুর রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই দাবিতে আজকেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীরা

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার, হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে চলমান ও ঘোষিত পরীক্ষাসমূহ শর্তসাপেক্ষে অনুষ্ঠানের সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ওদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষায় স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আগামী রোববার পর্যন্ত আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।

এসময় ‘অতিদ্রুত পরীক্ষা চালু চাই’, ‘দাবি মোদের একটাই, স্থগিত পরীক্ষা চালু চাই’, ‘২০১৯ সালের সকল পরীক্ষা চালু চাই’, ‘শিক্ষা নিয়ে প্রহসন, চলবে না চলবে না’ এমন লেখা সম্বলিত প্ল্যাকার্ড শিক্ষার্থীদের হাতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন চলমান সকল পরীক্ষা স্থগিত করেছে। পরীক্ষা শেষ হওয়া আমাদের জন্য জরুরি। ঢাকার সাত কলেজ তাদের পরীক্ষার দাবি আদায় করে নিয়েছে। এটি আমাদের বিশ্ববিদ্যালয়েও নেওয়া সম্ভব।’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *