জন্মজিত্ / সমীপ, করিমগঞ্জ (অসম): সোমবার করিমগঞ্জ জেলায় আসন্ন নির্বাচনের কাজে ব্যবহৃত ইভিএম ও ভিভিপ্যাটের রেন্ডমাইজেশন সম্পন্ন হয়েছে। জেলাশাসকের কনফারেন্স হল-এ সবকটি রাজনৈতিক দলের প্ৰতিনিধিদের উপস্থিতিতে এই রেন্ডিমাইজেশন সম্পন্ন হয়।
জেলাশাসক আনবামুথান এমপি, অতিরিক্ত জেলাশাসক পিকে গুপ্তা, এডিসি নিসর্গ হিবরে, জেমস এইন্ড, ইলেকশন অফিসার জাগৃতি কালোয়ার প্রমুখের উপস্থিতিতে প্রথম রেন্ডমাইজেশন সম্পন্ন হয়েছে আজ। রাজনৈতিক দলগুলির পক্ষে কংগ্রেসের ফয়েজ আহমেদ, বিজেপির সুজিত পুরকায়স্থ, সমাজবাদী পার্টির গোপালচন্দ্র পাল প্রমুখ রেন্ডমাইজেশনের সময় উপস্থিত ছিলেন। কনফারেন্স হল-এ এদিন পাঁচটি বিধানসভা চক্রের প্রথম রেন্ডমাইজেশন অনুষ্ঠিত হয়।
এদিকে এদিনই জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে ইভিএম ও ভিভিপ্যাটের সেগ্রিগেশনের কাজ শুরু হয়। রাজনৈতিক দলের কর্মকর্তাদের উপস্থিতিতে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে কন্ট্রোল রুম খুলে এই সেগ্রিগেশনের কাজ হয়। বৃহস্পতিবার পর্যন্ত সেগ্রিগেশনের কাজ চলবে বলে সরকারিভাবে জানানো হয়েছে।