শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বাংলাদেশ জাতীয় লিগ

কাকলি, ঢাকা: বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল ক্রিকেট লিগের (এনসিএল) চলমান ২২তম আসর। হঠাত্‍ করে করোনা পরিস্থিতি ব্যপক আকার ধারন করায় চার রাউন্ড বাকি থাকতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) । বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের খেলার শেষ দিনে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ । ঠিক কতদিন এনসিএল বন্ধ থাকবে সে বিষয়ে এখনও পর্যন্ত সিদ্ধান্ত জানায়নি বিসিবি ৮।

করোনা পরিস্থিতিতে ঘরোয়া লিগ বন্ধ ছিল দীর্ঘদিন। পরে খেলোয়াড়দের আর্থিক দিক বিবেচনা করে শুরু হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। মহামারির ঊর্ধ্বমুখী প্রাদুর্ভাবের মাঝেও টুর্নামেন্ট মাঠে রাখার যথেষ্ট চেষ্টা করেছিল বিসিবি। কিন্তু এনসিএলের বেশ কয়েকজন খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ার খবরে অবশেষে স্থগিতের সিদ্ধান্তই নিয়েছে বিসিবি।

গত ২২ মার্চ শুরু হয় এনসিএল। খেলা হচ্ছিল ঢাকা, খুলনা, বিকেএসপি, রাজশাহী, বরিশাল, রংপুর ও কক্সবাজার। করোনার কারণে শুধু কক্সবাজার ও বিকেএসপিতে টুর্নামেন্ট চালিয়ে যাচ্ছিল বিসিবি। কিন্তু করোনার হানায় অবশেষে এনসিএল স্থগিত হয়েই গেল।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *