এইচ এম আবির: বিচিত্র এক গাছ। পাতার গড়নের সাথে নেই কান্ডের মিল। শুধুই কি তাই? পাতার ফাঁকে শোভা পাচ্ছে বেগুন। এরই সাথে গাছের গোড়ায় মিলছে আলুও! গাছটিতে একই সঙ্গে আলু ও বেগুন, দুটোরই ফলন হচ্ছে! গাছটির নাম দেয়া হয়েছে ‘ ব্রিঞ্জালু’ বা ‘বেগুনালু’।
এর উদ্ভাবক ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি-আইইউবিএটি অধ্যাপক ড. এ এম ফারুকের নেতৃত্বে একদল কৃষি গবেষক। তিনি জানান, সোলানেসি পরিবারের শীতকালীন বেগুনের চারা ও আলু গাছের জোড় কলমের মাধ্যমে তৈরি করা হয়েছে ‘ব্রিঞ্জালু’ নামের এ স্বতন্ত্র উদ্ভিদ!
তিনি আরও জানান, মাঠ পর্যায়ে কৃষকদের এভাবে কলম পদ্ধতিতে ফসল উত্পাদনের প্রশিক্ষণ দেওয়া গেলে তা কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সাহায্য করবে। আর ‘ব্রিঞ্জালু’ উত্পাদনের পুরো প্রক্রিয়াতেই প্রাকৃতিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়েছে। এ ছাড়া সেচসহ অন্যান্য কাজের ক্ষেত্রেও একই গাছ হওয়ায় একবারই খরচ হচ্ছে!
বিজ্ঞানীদের দাবি, চাষিদের সঠিক পদ্ধতিতে প্রশিক্ষণ দিলে, উদ্ভাবিত এই নতুন উদ্ভিদের বাণিজ্যিকভাবে চাষ করে আলু ও বেগুনের আওতায় থাকা জমি কমানো সম্ভব।
এর আগে একই গাছে টমেটো ও আলু উত্পাদনে সফলতার মুখ দেখেছিল এ দলটি। সেটির নাম ছিল ‘টমালু’!

