শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

মিয়ানমারে গণতন্ত্র ফেরাতে আঞ্চলিক শক্তিগুলোর প্রতি আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব

মিয়ানমারে জান্তা আগ্রাসন, সহিংসতা বন্ধ এবং গণতন্ত্র ফেরাতে আঞ্চলিক শক্তিগুলোর কার্যকরী ভূমিকা গ্রহণ করা উচিত।

মঙ্গলবার এ আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

ভার্চুয়াল এক সম্মেলনে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি আঞ্চলিক জোট- আসিয়ানের গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। দেশটিতে অভ্যুত্থানের বিরুদ্ধে অব্যাহত সাধারণ মানুষের বিক্ষোভ-সমাবেশ দমনে চলছে সেনাবাহিনীর নির্যাতন-নিপীড়ন আর রাতভর সাঁড়াশি অভিযান।

পর্যবেক্ষক সংস্থা-এএপিপি’র তথ্যানুসারে, অভ্যুত্থানবিরোধী সহিংসতায় এখন পর্যন্ত ৭৩৮ জনের প্রাণ গেছে মিয়ানমারে। হতভাগ্যদের তালিকায় রয়েছে ৫০ শিশুও। এছাড়া রাষ্ট্রীয় উপদেষ্টা সু চি’সহ বন্দি বা ধরপাকড়ের শিকার ৩২শ’র বেশি মানুষ। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয় দেশটির সেনাবাহিনী।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *