মরণ ভাইরাস করোনার সঙ্গে লড়াই করছে সারা দেশ। দেশের অন্যান্য রাজ্যের মতো ওড়িষ্যাতেও বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। আগামী ১৫ মে পর্যন্ত ভক্ত-দর্শনের জন্য বন্ধ রাখা হচ্ছে পুরীর মন্দিরের দরজা। এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ।
মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ভক্তদের জন্য মন্দিরের দরজা বন্ধ রাখা হলেও, মন্দিরের সেবায়েতরা নিয়মিত পুজোপাঠ জারি রাখবে মন্দিরের ভিতরে। এখন থেকে ১৫ মে পর্যন্ত মন্দিরে কেবলমাত্র সেবায়েত এবং মন্দির কমিটির আধিকারিকরা, সদস্যরা প্রবেশ করতে পারবেন। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তবেই ১৫ মের পর ভেবে দেখা হবে পরীর জগন্নাথ মন্দিরে ভক্তদের প্রবেশ করতে দেওয়া হবে কিনা। পুরীর মন্দিরে পুজো দেওয়ার জন্য দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা ভিড় জমান পুরিতে। ফলে সেখান থেকে করোনা সংক্রমণের ভয় ছিলই। তাই সবদিক ভেবে চিন্তা করে মন্দিরে ভক্তদের প্রবেশ নিষেধ করা হয়েছে। পুরীর জগন্নাথ মন্দির কমিটির প্রশাসক জিতেন্দ্র সাউ জানান, ‘সেবায়েত ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়মিত কোভিড পরীক্ষা করা হচ্ছে।
জগন্নাথদেবের নিত্য পুজো এবং রথ নির্মাণের সঙ্গে যুক্ত পূজারী, কর্মীদেরও দ্রুত ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে। মন্দির কমিটির তরফে পুরীর নীলাদ্রি ভক্ত নিবাসকে কোভিড কেয়ার সেন্টার করে গড়ে তোলা হচ্ছে। জুলাই মাসে রয়েছে রথযাত্রা উত্সব। গতবার ভক্তদের ছাড়াই রথযাত্রা হয়েছিল। এবারেও ভক্তদের নিয়ে রথ করা যাবে কিনা তা নিয়ে চিন্তা বাড়ছে মন্দির কমিটির সদস্যদের। ভক্ত সমাগম ছাড়াই রথযাত্রা করা হবে কিনা সে বিষয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছে মন্দির কর্তৃপক্ষ।