শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

মেসির গোলের পরও হার, এলোমেলো বার্সার শিরোপাস্বপ্ন

গ্রানাডার কাছে হেরে লা লিগার শিরোপা জয়ের স্বপ্নটা ভাঙতে বসেছে স্পেনিশ জায়ান্ট বার্সেলোনার। বৃহস্পতিবার রাতের ম্যাচে ১-২ গোলে হেরে গেছে মেসিরা।

ঘরের মাঠে ম্যাচের শুরুটা অবশ্য বার্সারাই ছিল। ২৩তম মিনিটে আঁতোয়ান গ্রিজম্যানের পাসে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন মেসি। লিড নিয়েই বিরতিতে যায় বার্সা।

বিরতির পরও নিজেদের আধিপত্য ধরে রেখে খেলছিল মেসিরা। তবে ম্যাচের ৬৩তম মিনিটে গোল করে গ্রানাডাকে সমতায় ফেরান ডারউইন ম্যাচিস। আর ম্যাচের ৭৯তম মিনিটে গোল করে গ্রানাডাকে এগিয়ে দেন জর্জ মলিনা।

ম্যাচের বাকি সময়ে একাধিক আক্রমণ করেও আর গোলের দেখা পায়নি বার্সা। ফলে পরাজয় নিয়েই মাঠ ছাড়ে রোনাল্ড কোম্যানের শীষ্যরা।

এই হারের ফলে ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার তিনে রয়েছে বার্সা। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল, ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *