গুয়াহাটি: বুধবার থেকে ভূমিকম্পের একের পর এক আঘাত আসছে। ফের একবার শুক্রবার তারা ভূমিকম্পে কেঁপে উঠল। এদিনের রিখটার স্কেলে কম্পনের মাপ ছিল ৩.২।
বুধবার মূল ধাক্কার পর ৬ টি আফটার শক এসেছে। কম্পনের মাপ ছিল ৩.২ থেকে ৪.৭। আড়াই ঘণ্টা পরপর হয়েছিল। মোট ১৮ টি আফটার শক হয়েছিল। সেন্ট্রাল অসমের ব্রহ্মপুত্রের দু’দিকেই এই ধাক্কা এসে যাচ্ছে।
প্রবল কম্পন কেঁপে উঠল অসম , উত্তর পূর্ব ভারত থেকে পশ্চিমবঙ্গ। বুধবার সকালে প্রবল কম্পন অনুভূত হয় তেজপুরে। National Centre of Seismology জানিয়েছেন রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৬.৪।
প্রথম কম্পনটি অনুভূত হয় সকাল ৭.৫১ এ। পাওয়া তথ্য অনুযায়ি ভূমিকম্পের উপকেন্দ্র তেজপুর থেকে ৪৩ কিলোমিটার পশ্চিমে।
এরপর দু’টি আফটার শক অনুভূত হয়। একটি ৭.৫৫ ও অন্যটি তার কয়েক মিনিট পরেই আসে। রিখটার স্কেলে এগুলির মান ৪.৩ ও ৪.৪।
উত্তরবঙ্গ ও অসমের বিভিন্ন এলাকায় প্রবল কম্পনের খবর সামনে আসতে শুরু করে। লোকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসমের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ভূমিকম্পের বিষয়টি ট্যুইট করে জানান।
যাঁরা ভূমিকম্প অনুভব করেছেন তাঁরা জানিয়েছেন প্রায় ৩০ সেকেন্ড কম্পন অনুভূত হচ্ছিল। বিল্ডিং পুরো কাঁপতে থাকে। The US Geological Survey জানিয়েছে ভূমিকম্পের উত্সস্থল ছিল মাটির তলায় ২৯ কিলোমিটার।