শিরোনাম
বৃহঃ. ডিসে ৪, ২০২৫

মালয়েশিয়ায় মালিক পরিবর্তনের সুযোগ পাবে বাংলাদেশিরা

মালয়েশিয়ায় প্রথমবারের মতো মালিক পরিবর্তনের সুযোগ পাবে বৈধ বাংলাদেশিরা। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মো. শহীদুল ইসলাম।

মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের সঙ্গে আলোচনা শেষে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

মঙ্গলবার (১৬ জুন) চলমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশ হাইকমিশনের অনুরোধের প্রেক্ষিতে মালয়েশিয়া সরকারের সিনিয়র মন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুবের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলামের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক বিষয়াদি- বিশেষ করে প্রতিরক্ষা, শ্রমিক, বাণিজ্য, বাংলাদেশে বিনিয়োগ এবং করোনা পরিস্থিতিতে উভয় দেশের মধ্যে নবমাত্রায় কাজ করার বিষয়ে আলোচনা হয়।

করোনা মহামারীর মধ্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় এই বৈঠকের সম্মতি প্রদান করায় তিনি প্রতিরক্ষা মন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং অত্যন্ত সফলভাবে করোনা পরিস্থিতি মোকাবেলা করায় মালয়েশিয়া সরকারের প্রশংসা করেন মো. শহীদুল ইসলামের।

মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক সম্পর্ক ভবিষ্যতে আরো মজবুত হবে।

বাংলাদেশে করেনা মোকাবেলায় শেখ হাসিনার প্রসংশা করেন তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে বাস্তুচ্যুত মায়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *