শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

কেউ না খেয়ে থাকবে না, লকডাউনে পথের পশুদের খাওয়াতে ৬০ লক্ষ বরাদ্দ করল ওডিশা সরকার

করোনা সংক্রমণ বাড়ছে। লাগাম পরাতে লকডাউন জারি করছে একের পর এক রাজ্য। বহু মানুষের রুজি বন্ধ। বাইরে বেরনো বন্ধ। এই পরিস্থিতিতে রাস্তায় বসবাসকারী পশুদের অনেক সময়ই দিনের পর দিন অভুক্ত থাকতে হয়। গত বছর লকডাউনেও এই পরিস্থিতি তৈরি হয়েছিল। এবার এই পথের পশুদের জন্য পদক্ষেপ করল ওডিশা সরকার।

ওডিশা রাজ্যে ৫ থেকে ১৯ মে জারি লকডাউন। এই সময় রাস্তার পশুদের খাওয়ানোর জন্য ৬০ লক্ষ টাকা বরাদ্দ করল নবীন পট্টনায়েকের সরকার। পাঁচটি মিউনিসিপাল কর্পোরেশন, ৪৮টি মিউনিসিপালিটি এবং ৬১টি নোটিফায়েড এরিয়া কাউন্সিল (‌এনএসি)‌-কে এই টাকা দেওয়া হবে। তারাই দায়িত্ব নিয়ে খাওয়াবে রাস্তার কুকুর, বেড়ালকে। রাজ্যের নগরোন্নয়ন এবং আবাসন দপ্তর এই নির্দেশ দিয়েছে।

ওডিশা রাজ্য সরকারের আশা, এর ফলে রাস্তার পশুদের না খেয়ে থাকতে হবে না। কারণ লকডাউনে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে পশুদের খেতে দিতে পারে না। রাস্তাঘাটে হোটেল, খাবারের দোকানও বন্ধ থাকে। ফলে সেখানে উদ্বৃত্ত খাওয়ার সম্ভাবনাও পশুদের থাকে না। তাই ওডিশা সরকারই এবার ব্যবস্থা করে দিল এদের খাওয়ার। এদিন সকালে ওডিশা সরকার পাঁচ জেলার ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের দ্রুত টিকাকরণের নির্দেশও দিয়েছে। ওই পাঁচ জেলায় সংক্রমণের হার বেশি। সূত্র: আজকাল

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *