কলকাতা: আরও এগোল বর্ষা। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। বিগত কয়েক সপ্তাহ ধরেই বর্ষার হাল হকিকত নিয়ে আপডেট দিচ্ছে হাওয়া অফিস। এবার আরও একবার নয়া তথ্য দিল হাওয়া অফিস। সেই তথ্য অনুযায়ী আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছে যাবে বর্ষা।
তার সঙ্গে আবার পশ্চিমবঙ্গে ফের ঝড়ের ভ্রূকুটি। আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। তা ঘনীভূত হলে নাম হবে তালিকা অনুযায়ী ‘যশ’ । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৩ মে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। সেটি কতটা ঘণীভূত হয় তার উপরেই নির্ভর করছে ঝড়ের বাস্তবিক রূপ। বেসরকারি মতে, শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় বিধ্বংসী রূপ নিতে পারে। আমফানের মতো ভয়ঙ্কর রূপ নিয়ে ফের রাজ্যের একাংশকে তছনছ করে দিতে পারে এই সুপার সাইক্লোন। সরকারি মত অন্য কথা বলছে। আপাতত ঘূর্ণিঝড়টির গতিবিধির দিকে খেয়াল রাখছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা। অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, ‘এটি এখনই বলা সম্ভব নয় কোথায় আছড়ে পড়বে। অন্ধ্র, কেরল, ওডিশা অনেক স্থানেই এর প্রভাব পড়তে পারে। এর অভিমুখ এখনও স্পষ্ট নয়। নিম্নচাপ তৈরির কিছু আগেই বিষয়টি ধীরে ধীরে স্পষ্ট হবে। তখন আমরা বলে দিতে পারব। এখনই বলে দেওয়া ঠিক হবে না। হাওয়া যে কোনও সময় যে কোনও দিকে ঘুরে যেতে পারে। তবে হ্যাঁ নিম্নচাপ তৈরি হবে। সেটার আকার প্রকারের উপরেই ঘূর্ণিঝড়ের চিত্র নির্ভর করছে। আর এটাই স্বাভাবিক। দক্ষিণবঙ্গের জেলায় প্রচুর বৃষ্টিও হতে পারে এর প্রভাবে। পুরো বিষয়টাই ক্রমশ প্রকাশ্য তা বলা যেতে পারে’।
বর্ষা প্রসঙ্গে হাওয়া অফিসের মত এই যে সময়ের একদিন আগেও চলে আসতে পারে কেরলের বর্ষা। এমনটাই খবর হাওয়া অফিস সূত্রে। আবহাওয়াবিদরা বলেছেন ৩১ মার্চেই কেরলে আসতে পারে বর্ষা। সাধারণত এক তারিখ এখানে বর্ষা আসে। নতুন আপডেট বলছে তা একদিন আগেও চলে আসতে পারে। না আসলে তারপরের চার দিনের মধ্যে যে আসছে সেটাও বলে দিয়েছে হাওয়া অফিস।
রাজ্যে বর্ষা কবে আসবে? সেই তথ্যও দিয়েছে হাওয়া অফিস। জানা যাচ্ছে সব কিছু ঠিকঠাক এগোলে রাজ্যে ১৫ জুনের মধ্যেই বর্ষা চলে আসবে। কেরলের বর্ষা যদি দেরিও করে তার প্রভাব সাধারণত পড়ে না বাংলার বর্ষা আগমনের উপর। এবারও তেমনটাই হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আসলে বর্ষা প্রথমে পাহাড়ে আসে তারপর ধীরে ধীরে তা ঘেরে বাংলাকে। এমন ভাবেই আট থেকে দশ তারিখের মধ্যে যদি বাংলায় প্রবেশ করে বর্ষার মেঘ আবহাওয়াবিদরা আশা করছেন ১৫ জুনের মধ্যে তা ঘিরে ফেলবে দক্ষিণবঙ্গসহ সারা বাংলাকে। সেই অনুযায়ী বাংলায় বর্ষা পুরোপুরি আসতে ওই মাঝ জুন। অর্থাত্ সেই অনুযায়ী দেখতে গেলে আবার পয়লা আষাঢ়ের মধ্যেই বর্ষা চলে আসবে সারা রাজ্যে। এমনটাই খবর হাওয়া অফিস সূত্রে।
প্রসঙ্গত, হাওয়া অফিসের লং রেঞ্জ ফোরকাস্ট আগে বলেছিল যথা সময়েই দেশে আসবে বর্ষা। বিগত কয়েক বছরে বর্ষা কেরলে আসতো দুই একদিন দেরি করেছে। এবার আর তা হবে না। একদম দেরি করবে না বর্ষা। স্বাভাবিক সময়েই তা দেশে প্রবেশ করবে বলেই জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর।