শুভ্রদীপ চক্রবর্তী: সারা বিশ্বে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিদিন অজস্র তথ্য এই অ্যাপের মাধ্যমে আদান-প্রদান হয়। তবে সম্প্রতি হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার খবর আসছে বিভিন্ন জায়গা থেকে। কিছু দিন আগে হোয়াটসঅ্যাপ পিঙ্ক নামে একটি অ্যাপ দেখা যাচ্ছিল। সাইবার বিশেষজ্ঞরা জানান, এই অ্যাপ যে ডাউনলোড করবে তার সমস্ত ডেটা হ্যাকারদের কাছে চলে যাবে, এমনকি ফোনের নিয়ন্ত্রণও। এবার ঠিক সেইরকম এক নতুন প্রতারণা চক্র শুরু হয়েছে। হ্যাক হচ্ছে ইউজারদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আর সেই বিষয়ে সাবধান করল কলকাতা পুলিশ।
সম্প্রতি একটি মেসেজ আসছে বেশ কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে। যেখানে একটি লিংক এবং ৬ ডিজিটের একটি কোড পাঠানো হচ্ছে। কারও সাথে কোডটি যেন শেয়ার না করা হয় সেটিও বলা হয়েছে।
কলকাতা পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে এবিষয়ে। ফেসবুক পোস্ট করে তারা জানান, “সাবধান! আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হতে পারে। পোস্টে দেওয়া ছবিটিতে যে মেসেজ রয়েছে, সেরকম কোনও মেসেজ আপনার ফোনে এলে, অনুরোধ, মেসেজটি ফরওয়ার্ড করবেন না, মেসেজটি খুব পরিচিত কেউ করলেও না। তার কারণ কিছু জালিয়াত এই পদ্ধতিতে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করছে। আমাদের কাছে এই ব্যাপারে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে, সুতরাং আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।”
এর আগেও একাধিকবার ইউজার দের তথ্য চুরির অভিযোগ ওঠে। আর্থিক প্রতারণা, ব্যক্তিগত তথ্য নিয়ে ব্ল্যাকমেইল করা এমনকি সেইসব তথ্য ডার্ক ওয়েবে বেচে দেওয়া হচ্ছে বলে জানা যায়। তাই এই অবস্থায় সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ অপ্রয়োজনীয় অ্যাপ থেকে দূরে থাকুন। আর এমন কোনও মেসেজ বা ফোন এলে তার উত্তর দেবেন না। সমস্ত দিক যাচাই করেই পদক্ষেপ নিন।





