ওড়িশা থেকে পশ্চিমবঙ্গে যাবার পথে মারাত্মক দুর্ঘটনা। অ্যাসিড বোঝাই ট্যাঙ্কার ফুটো হয়ে গেল মাঝ পথে। চম্পাগড়ের কাছে আজ শুক্রবার বিকেলে ঘটেছে এই ভয়াবহ ঘটনা। ট্যাঙ্কারটি কোনও ভাবে ফুটো হয়ে যাওয়ায় গোটা এলাকায় মুহূর্তে ছড়িয়ে পড়তে শুরু করে বিষাক্ত গ্যাস ।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, দমকলের বিরাট দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে । ওড়িশার ব্রহ্মপুর থেকে কলকাতায় যাচিছল ওই অ্যাসিড বোঝাই ট্যাঙ্কারটি। তবে কী ভাবে, কোথা থেকে এই দূর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। দমকল বাহিনী যত দ্রুত সম্ভব এলাকায় পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে।

